MCQ
4721. একটি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় হয়-
সর্বোচ্চ
সর্বনিম্ন
একক
শূন্য
4722. একটি ইন্ডাকটর এবং একটি ক্যাপাসিটর সমবায়ে গঠিত প্যারালেল সার্কিটে যদি ইন্ডাকট্যান্সকে দ্বিগুণ এবং ক্যাপাসিট্যান্সকে অর্ধেক করা হয়, তবে রেজোন্যালের বেলায় ইস্পিড্যান্স-
দ্বিগুণ হবে
চারগুণ হবে
এক-চতুর্থাংশ হ্রাস পাবে
অপরিবর্তিত থাকবে
4723. সিরিজ রেজোন্যান্সের বেলায় কোনটি সত্য--
রিয়্যাকট্যান্স শূন্য এবং ইম্পিড্যান্স রেজিস্ট্যান্সের সমান হয়
সার্কিটে কারেন্টন্ট সর্বোচ্চ হয়
ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সে ভোল্টেজ পরস্পরকে রদ করে
উপরের সব ক'টিই সত্য
4724. একটি RLC সিরিজ সার্কিটে R= 5Ω L=300μh C = 3uf- হলে রেজোন্যান্স ইম্পিড্যান্স হবে-
5Ω
10Ω
20Ω
30×10^6Ω
4725. অ্যাডমিট্যান্স-
Y =G cosθ
Y = B tanθ
Y= G/tanθ
Y =G/ cosθ
4726. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে, কারেন্টের অনুভূমিক উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
কন্ডাকট্যান্স
সাসস্ট্যান্স
রিয়্যাকট্যান্স
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি সার্কিটের প্রতি একক ভোল্টের কারেন্টের অনুভূমিক উপাংশকে কন্ডাকট্যান্স বলে। একে G দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক মোহ
4727. এসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের সমান হয়, তখন সার্কিটটিকে বলা হয়-
ইন্ডাকটিভ সার্কিট
রেজোন্যান্ট সার্কিট
ক্যাপাসিটিভ সার্কিট
প্যাসিভ সার্কিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিরিজ রেজোন্যান্ট সার্কিটের বৈশিষ্ট্য: ১। পাওয়ার ফ্যাক্টর unity হতে হবে। ২। ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স রিয়্যাকট্যান্স সমান হবে। ৩ । সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে।
4728. একটি RLC সিরিজ সার্কিট রেজোন্যান্সের সময় যদি প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে সার্কিটটি হবে-
ইন্ডাকটিভ
ক্যাপাসিটিভ
রেজিস্টিভ
রেজোন্যান্ট
4729. যদি একটি সিরিজ 'রেজোন্যান্ট' সার্কিটের রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করা হয়, তবে-
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে, কিন্তু কারেন্ট স্থির থাকবে
সার্কিটটির বিবর্ধন বৃদ্ধি পাবে
সার্কিটটি তথাপি রেজোন্যান্ট থাকবে
4730. একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের উল্লম্ব উপাদানকে বলে-
অ্যাডমিট্যান্স
সাসসেন্ট্যান্স
কন্ডাকট্যান্স
রিয়্যাকট্যান্স
4731. কারেন্ট রেজোন্যান্স সংঘটিত হয়-
শুধুমাত্র প্যারালেল সার্কিটে
শুধুমাত্র সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না
4732. 100 μh -এর একটি ইন্ডাকটর এবং 5 Ω -এর একটি রেজিস্টরের সাথে 300pf-এর একটি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা হলো। রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সিতে 10V প্রয়োগ করা হলে কারেন্ট হবে-
150μΑ
2A
0.1A
15μA
4733. সার্কিটের ভোল্টেজ বিবর্ধন উৎপাদককে বলে-
পাওয়ার ফ্যাক্টর
ভোল্টেজ ফ্যাক্টর
ফরম ফ্যাক্টর
কিউ ফ্যাক্টর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা। সিরিজ রেজোন্যান্সের ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্সের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য সাপ্লাই ভোল্টেজের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়। রেজোন্যান্সের কারণে সৃষ্ট ভোল্টেজ বিবর্ধনকে সিরিজ রেজোন্যান্ট সার্কিটের Q-factor বলে।
4734. একটি প্যারালেল সার্কিটের একটি শাখায় R এবং L সিরিজে এবং অন্যটিতে একটিমাত্র ক্যাপাসিটর C আছে। যদি R এবং L কে স্থির রেখে C-কে বাড়ানো হলে-
ডাইনামিক ইম্পিড্যান্স হ্রাস পাবে
ডাইনামিক ইম্পিড্যান্স বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পাবে
রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি হ্রাস পাবে
4735. একটি RLC সিরিজ সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সি 600Hz। যদি L. এর মান চারগুণ এবং C-এর মান নয়গুণ বৃদ্ধি করা হয়, তবে নতুন রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির মান হবে-
17Hz
100Hz
900Hz
3600Hz
4736. কন্ডাকট্যান্স-
G = B/sinθ
G=Y cosθ
G =B tanθ
G= Y cosθ
4737. সাসসেস্ট্যান্স-
B =Y/ sinθ
B =Y/cosθ
B = G tanθ
B =Y cosθ
4738. রেজোন্যান্ট ফ্রিকুয়েন্সির নিচে যে-কোনো ফ্রিকুয়েন্সিতে ইস্পিড্যান্স হবে-
ক্যাপাসিটিভ
ইন্ডাকটিভ
বেজিস্টিভ
কোনোটিই নয়
4739. 'ভোল্টেজ রেজোন্যান্স' সংঘটিত হয়-
প্যারালেল সার্কিটে
সিরিজ সার্কিটে
সিরিজ এবং প্যারালেল উভয় সার্কিটে
সঠিকভাবে শনাক্ত করা যায় না
4740. একটি RLC সিরিজ সার্কিটে R = 10k Ω, L = 10mb, C = 0.02µf এবং প্রয়োগকৃত ভোল্টেজ 100V হলে রেজোন্যান্সে সরবরাহকৃত পাওয়ার হবে-
0W
20W
1W
100W