Image
MCQ
5241. বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কী?
ওহমমিটার
ভোল্টমিটার
অ্যামিটার
ওয়াটমিটার
5242. তারের উপরের কোটিং উঠানোকে কী বলে?
স্ক্র্যাপিং
টাইনিং
স্কিনিং
সোন্ডারিং
5243. ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে একই থাকে-
চার্জ
ভোল্টেজ
ক্যাপাসিটি
এনার্জি লস
5244. অপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^6 টি
10^7টি
10^8 টি
10^9 টি
5245. ক্যাপাসিটর ডাই-ইলেকট্রিকের ভেতর --চাপের সাহায্যে শক্তি সঞ্চয় করে রাখে।
ডাইনামিক
ইলেকট্রোম্যাগনেটিক
ইলেকট্রোলাইটিক
ইলেকট্রোস্ট্যাটিক
5246. নিম্নের কোন ধরনের ক্যাপাসিটর পোলারাইজড হয়?
ইলেকট্রোলাইটিক
পেপার
সিরামিক
মাইলার
5247. 50 Ω রোধের ভিতর দিয়ে 2A প্রবাহ 100 sec চালনায় 0°C তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 48°C-এ উন্নীত হবে?
500g
300g .
99.20g
176g
5248. ওভারহেড লাইনের যেখানে পর্যাপ্ত টান খায়, সেখানে কোন জয়েন্ট করা হয়?
ব্রিট্যানিয়া
ওয়েস্টার্ন
T জয়েন্ট
পিগ টেইল
5249. পরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত?
10^20 টি
10^25 টি
10^27 টি
10^28 টি
5251. R = 5Ω এবং C = 100µF বিশিষ্ট একটি R-C সিরিজ সার্কিটের টাইম কনস্ট্যান্ট হবে-
20μς
5 x 10^-4 S
0.005S
500S
5252. একটি বৈদ্যুতিক হিটার 220 volt সরবরাহ লাইন থেকে 2 amps প্রবাহ গ্রহণ করে। হিটারটি 400 ঘণ্টা ব্যবহারে কত kWh ব্যয় হবে?
76
100
276
176
5253. যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস পায়, তবে সেটির রেজিস্ট্যান্সে কী তারতম্য ঘটবে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
স্থির
শূন্য
5254. একটি ভেরিয়েবল ক্যাপাসিটর সেটি, যার ক্যাপাসিট্যান্স-
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়
ভোল্টেজ প্রয়োগের সাথে পরিবর্তিত হয়
যান্ত্রিক উপায়ে পরিবর্তন করা যেতে পারে
ডাই-ইলেকট্রিক পরিবর্তন করে পরিবর্তন করা যেতে পারে
5255. তার বা ক্যাবলের ইন্সুলেশন উঠানোকে কী বলা হয়?
স্কিনিং
টাইনিং
স্ক্র্যাপিং
সোল্ডারিং
5256. ক্যাপাসিটর --আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
কারেন্ট ইলেকট্রিসিটি
মলিকুল
স্ট্যাটিক চার্জ
5257. দুটি কনটাক্টের মাঝখানে স্পার্কিং হ্রাস করা যেতে পারে-- ঢুকিয়ে।
কনটাক্টের সাথে প্যারালেলে একটি ক্যাপাসিটর
লাইনে একটি ইন্ডাক্টর
কনটাক্টের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর
লাইনে একটি রেজিস্ট্যান্স
5258. কারেন্ট, রেজিস্ট্যান্স ও সময়ের মধ্যে সম্পর্ক নির্দেশক সূত্রের নাম লেখ।
ওহমের সূত্র
লেন্সের সূত্র
ফ্যারাডের সূত্র
জুলের সূত্র
5260. 100W-200V মাপের একটি বৈদ্যুতিক বাল্বকে 160V লাইনের সাথে সংযুক্ত করলে শক্তি ব্যয়ের পরিমাণ কত হবে?
64W
100W
80W
160W