MCQ
5261. বৈদ্যুতিকভাবে পাওয়ার সমান-
VI/R
VI
IR/V
I^2Rt
5262. 45V-এর একটি ব্যাটারির আড়াআড়িতে একটি রেজিস্টর সংযোগ করলে 1 mA কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্টরটির রেজিস্ট্যান্স-
4.5 Ω
45ΚΩ
4.5 ΚΩ
450ΚΩ
5263. জুলের সূত্র-
H=I^2Rt/J
H=I^2Rt
H=I^2R/t
H=JI^2Rt
5264. যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্ত রিত চার্জ হবে-
25 কুলম্ব
300 কুলম্ব
60 কুলম্ব
1500 কুলম্ব
5265. 30 k Ω -এর একটি রেজিস্টরের মধ্য দিয়ে 0.5 mA কারেন্ট প্রবাহিত হলে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে-
60 x 10^-6V
150V
60V
15V
5266. এনার্জি সমান-
I^2R
V^2/R
VI/t
VIt
5267. ডিসি পাওয়ারের একক-
ওয়াট-সেকেন্ড
ওয়াট-ঘণ্টা
ওয়াট
ভোল্ট-অ্যাম্পিয়ার
5268. এসআই পদ্ধতিতে রেজিস্টিভিটির একক-
ওহম-মিটার
ওহম-সেন্টিমিটার
ওহম-ইঞ্চি
ওহম-সারকুলার-মিল/ফুট
5269. 4,500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কারেন্টের প্রয়োজন-
5A-এর
300 A-এর
1/300A-এর
15 A-এর
5270. এক অশ্বশক্তি-
746 জুল- সেকেন্ড
746 জুল
764 ওয়াট
746 ওয়াট
5271. চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে-
বিদ্যুৎ বিভব
বিদ্যুচ্চালক বল
শক্তি
ক্ষমতা
5272. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
শক্তি
ক্ষমতা
বিদ্যুচ্চালক বল
ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF)
5273. 100Ω এর একটি রেজিস্টরে ভোল্টেজ ড্রপ 10V হলে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে-
0.1A
1000A
10A
0.01A
5274. ওহমের সূত্র-
V=IR
R= I/V
I=R/V
I= VR
5275. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
কুলম্বে
জুলে
অ্যাম্পিয়ারে
ভোল্টে
5276. যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তবে কারেন্ট-
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
দ্বিগুণ হবে
চারগুণ বৃদ্ধি পাবে
5277. তাপীয় শক্তির একক-
জুলস/সেকেন্ড
কিলোওয়াট/ঘণ্টা
ওয়াট-সেকেন্ড
ক্যালোরি
5278. একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে, যদি-
সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়
প্রয়োগকৃত ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্থির থাকে
সার্কিটে রেজিস্ট্যান্স হ্রাস পায়
প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস পায়
5279. বিদ্যুৎ বিভব, V সমান-
WQ ভোল্ট
W/Q ভোল্ট
Q/W ভোল্ট
Q/t ভোল্ট
5280. এক ক্যালরি সমান-
4.186 জুল
4.618 জুল
6.184 জুল
4.816 জুল