MCQ
6081. মাটি কমপ্যাকশন কেন করা হয়?
মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির জন্য
ভালো মাটি পাওয়ার জন্য
খরচ কমানোর জন্য
পানি প্রবাহ বন্ধ করার জন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Static, Impact, Vibrating method-এ সয়েল কমপ্যাক্ট করে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা হয়।
6082. ক্রস-ওভার ডিসটরশন সংঘটিত হয় কোন অ্যামপ্লিফায়ারে?
পুশ-পুল
ক্লাস-B
ক্লাস-A
ক্লাস-AB
6083. ভবন কাঠামোতে Concrete প্রধানত কী ধরনের চাপ বহন করে?
Compression
Tension
উভয় প্রকারের
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ভবন কাঠামোতে Concrete প্রধানত চাপশক্তি বহন করে এবং ভবন ডিজাইনে কংক্রিটের টানশক্তি বিবেচনা করা হয় না।
6084. Theodolite একটি জরিপযন্ত্র, যা নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
Tightening the capstan-headed nuts of level tube
Measurement of horizontal angle only
Measurement of vertical angle only
Measurement of both horizontal and vertical angle
6085. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
6086. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
২
৪
৩
৮
6087. ডায়োড কী ধরণের ডিভাইস?
একমুখী
দ্বিমুখী
উভয়ই
কোনোটিই নয়
6088. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?
০.৩ পিপিএম
০.০৩ পিপিএম
০.৫ পিপিএম
০.০৫ পিপিএম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা বাংলাদেশে প্রতি লিটারে দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এর পরিমাণ দশমিক শূন্য এক মিলিগ্রাম প্রতি লিটারে।
6089. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
6090. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?
সিরাজগঞ্জে
চাঁদপুরে
ঢাকা শহরে
মাওয়া ঘাটে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাকল্যান্ড বাঁধ বাংলাদেশের পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
6091. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা overburnt হলে
ইটের ওজন প্রতিটি ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনোটিই নয়
6092. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
6093. 'বীণার ঝঙ্কার'-এর এক কথায় প্রকাশ কী?
শিঞ্জন
নিক্কন
অজিন
কৃত্তি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: অলঙ্কারের ধ্বনি শিঞ্জন, হরিণের চামড়া- অজিন, বাঘের চামড়া- কৃত্তি।
6094. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
6095. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়?
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: California Bearing Ratio বা CBR টেস্ট রাস্তায় সয়েল সাবগ্রেড এবং বেস-কোর্সের শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়।
6096. বাংলার প্রথম ছাপাখানা কোনটি?
কলিকাতা ছাপাখানা
রাঢ় ছাপাখানা
বঙ্গ ছাপাখানা
শ্রীরামপুর মিশন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। জেমস অগাস্টাস হিকি বাংলার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ছেপে প্রকাশ করেন। এটিই কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা।
6097. What is the alternative word for the underlined part? Some officials indulge in 'corruption'
Ill-treatment
evil
misery
malpractices
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Corruption-এর অর্থ দুর্নীতি। Option (ক)-এর অর্থ দুর্ব্যবহার। (খ) এর অর্থ মন্দ/খারাপ। (গ) এর অর্থ দুর্দশা। (ঘ) এর অর্থ অপকর্ম/অসবৃত্তি। Option (ঘ) সঠিক উত্তর।
6098. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
6099. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি
6100. 'Macbeth' by Shakespeare is -.
a poem
a novel
a play
an autobiography
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'Macbeth', Shakespeare রচিত একটি নাটক। এটি একটি Tragedy, যার মূল চরিত্র বা protagonist হলো Macbeth.