ব্যাখ্যা: End bearing piles মাটির নিচে শক্ত পাথর স্তরে বা শক্ত মাটি স্তরে পাইল টো দ্বারা লোড বহন করে এবং End bearing pile-এ স্ক্রিন ফ্রিকশন বিবেচনা করা হয় না।
ব্যাখ্যা: পৃথিবীর মোট আয়তন ৫১,০০,৭২,০০০ বর্গ কিমি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর
আয়তনের ১,৪৭,৫৭০/৫১,০০,৭২,০০০ ভাগ = ১/৩৪৫৬ ভাগ (প্রায়)
ব্যাখ্যা: যে ব্যক্তি নিয়মনীতির বাইরে গিয়ে চলে, তাকে bohemian বলে, যার বাংলা অর্থ ভবঘুরে। Option (গ)-এর অর্থ রীতিবিরুদ্ধ ব্যক্তি। Option (ঘ)-এর অর্থ নিয়ম মেনে চলা ব্যক্তি। এটি bohemian-এর antonym, Option (ঘ) সঠিক উত্তর।
ব্যাখ্যা: বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। তাঁর বলিষ্ট প্রতিভার জাদুস্পর্শে বাংলা গদ্য উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত হয়।
ব্যাখ্যা: Retreat শব্দের অর্থ প্রত্যাহার করা। Option (ক) এয় অর্থ এগিয়ে আসা। (খ) এর অর্থ সরে দাঁড়ানো। (গ) এর অর্থ খনন করা। (ঘ) এর অর্থ অগ্রসর হওয়া। Option (খ) সঠিক উত্তর।
6137. My father was somewhat angry. Here 'somewhat is -.
ব্যাখ্যা: 'Absorb in' এর অর্থ অধিক মনোযোগসহকারে কিছু করা। এখানে সে মনোযোগী তার কাজের প্রতি বুঝাতে absorbed adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Adjective-এর পূর্বে একটি auxillary verb বসে। Option (ক) সঠিক উত্তর। Option (খ) তে absorbed in থাকলেও সেটি সঠিক নয় কারণ এখানে did আছে এবং did এর পরে সবসময় verb-এর base form বসে।
6139. মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?