6873. বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতির কারা?
ব্যাখ্যা: তথ্য: মাতৃতান্ত্রিক উপজাতির- গারো খাসিয়া ও সাওতাল পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং বিঃ দ্রঃ পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে। আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে। নোট: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রি নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে। সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা। ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদেরকে সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে।