EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6841. সঞ্চয়িতা' কার রচনা?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
ব্যাখ্যা: ব্যাখ্যা: সঞ্চয়িতা' কাব্যের রচয়িতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ বিচিত্রতা, চিত্রা, কল্পনা, মানসী, গীতাঞ্জলি, সোনার তরী, বলাকা, বনফুল, চৈতালি, ক্ষণিকা, খেয়া, পূরবী, ভানুসিংহ ঠাকুরের পদাবলি ইত্যাদি। সঞ্চিতা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
6842. Which of the following column will have more buckling.
L = 40 ft, both ends fixed
L = 20 ft, both end pinned
L = 10 feet, one end fixed and on end free
L = 30 feet, one end fixed anf one end pinned
ব্যাখ্যা: (ক) both ends fixed, L = 40 ft then, L' = 0.5×40 = 20 ft (খ) both end pinned, L = 20 ft then, L' = 1x20 = 20 ft (গ) one end fixed and on end free, L = 10 feet, then L' = 2x10 = 20 ft (ঘ) one end fixed and one end pinned, L=30 feet, then L' = 0.707x30 = 21.21 ft
6843. বন্দী শিবির থেকে' গ্রন্থটি কার লেখা?
কাজী নজরুল ইসলাম
শামসুর রাহমান
আহসান হাবীব
আবুল হাসান
ব্যাখ্যা: ব্যাখ্যা: শামসুর রাহমানের বন্দী শিবির থেকে (১৯৭২) কাব্যের কবিতাগুলোতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অবস্থা, আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা,, বাংলাদেশ স্বপ্ন দেখে, একফোঁটা কেমন অনল ইত্যাদি কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেছেন। তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
6844. modulus of rupture of concrete means
shear strength
crushing strength
tension strength in bending
tensile strength in direct tension
ব্যাখ্যা: Modulus of rupture is a measure of the tensile strength of concrete beams or slabs. Flexural strength indentifies the amount of stress and force an unreinforced concrete slab, beam or other structure can withstand such that it resists any bending failures.
6845. Who is on of the following method is most suitable for determining the permeability of clay soil
falling bead test
horizontal permeability test
constant head test
none of the above
ব্যাখ্যা: falling head test তুলনামূলক কম ভেস্য মাটির (সূক্ষ্ম দানাযুক্ত) জন্য ব্যবহৃত হয় যেখানে ভেদনযোগ্যতা কম। তাই এখানে এঁটেল মাটিতে (clay soil) falling head test করা যেতে পারে।
6846. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
আলাওল
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয়। ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৯০১ সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়। এই একশ (১৭৬০ ১৮৬০) বছর কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম প্রতিনিধি মাইকেল মধুসূদন। এই দুই মনীষীর মধ্যবর্তীকালে ঈশ্বর গুপ্তের আবির্ভাব। তার রচনায় মধ্যযুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে তিনি যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
6847. punching shear up to a flat plate is checked
d/3 distance from face of column
d/4 distance from face of column
d/2 distance from face of column
d distance from face of column
ব্যাখ্যা: পাঞ্চিং শিয়ার হল structura মেম্বার যেমন স্ল্যাব এবং ফাউন্ডেশন ব্যর্থ হওয়ার একটি প্রক্রিয়া যা লোডের ক্রিয়ায় শিয়ার দ্বারা সংগঠিত হয়।
6848. টেকসই উন্নয়নের লক্ষ্য (SDG) এর সূচক কতগুলো?
৪৭ টি
১৬৯ টি
১৭ টি
১০ টি
ব্যাখ্যা: তথ্য: SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা, ৪৭ টি সূচক ও ১৬৯ টি সুনিদিষ্ট লক্ষ্য অর্ন্তভুক্ত হয়েছে।
6849. earthquake force develops
horizontal direction only
vertical direction only
none of the above
both horizontal and vertical direction
ব্যাখ্যা: ভূমিকম্প শক্তিগুলিকে পার্শ্বীয় (lateral force) শক্তি বলা হয় কারণ তাদের প্রধান প্রভাব হল একটি ভবনে অনুভূমিক লোড প্রয়োগ করা। যদিও ভূমিকম্পের তরঙ্গগুলি বিল্ডিংগুলিতে শক্তির একটি উলম্ব উপাংশ প্রদান করে, তবে বিল্ডিংয়ের ওজন সাধারণত যথেষ্ট তা প্রতিরোধ করতে।
6850. আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
আকাঙ্ক্ষিত বস্তু
অপ্রত্যাশিত
প্রচুর ব্যবধান
অসম্ভব কল্পনা
ব্যাখ্যা: ব্যাখ্যা: "আকাশ কুসুম" বাগধারাটির অর্থ- অসম্ভব কল্পনা, অস্বাভাবিক কল্পনা। বিনা মেঘে বজ্রপাত- অপ্রত্যাশিত বিপদ। আকাশের চাঁদ অতি আকাংক্ষিত বস্তু। আকাশ পাতাল প্রচুর ব্যবধান। [তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ
6851. (মাটির শিয়ার স্ট্রেস্থ প্যারামিটারগুলো হলো-)
c, Nc,p
c, Nc,p, N
с, ф
с, Ү, ф
ব্যাখ্যা: মোহর-কুলম্ব ব্যর্থতার মাপকাঠি অনুসারে, মাটির শিয়ার শক্তি দুটি উপাদান নিয়ে গঠিত, এবং ঘর্ষণ কোণ এবং এটি স্বাভাবিক কার্যকরী চাপের উপরও নির্ভরশীল। স্ট্রেস্থ প্যারামিটার (সংযোগ এবং ঘর্ষণ কোণ) উভয়ই সিটু (মাঠে) এবং পরীক্ষাগার পরীক্ষা থেকে প্রাপ্ত হয়।
6852. the following index properties were determined for 4 soils, mark as Soil A, soil B, soil C and soil D. Which of these soils contains more clay particles?
Soil A
Soil B
Soil C
Soil D
ব্যাখ্যা: Solution: Here, plasticity index, PI = (LL-PL) = (52-21) = 31 For Soil A, LL (%) = 52 PL (%) = 21 PI = 31; যা আমাদের থেকে বেশি এবং সর্বোচ্চ LL, PL এবং PI মান কাদামাটি-টেক্সচারযুক্ত মাটিতে পাওয়া যায়। মাটির কাদামাটির উপাদান এবং আটারবার্গ সীমা এবং প্লাস্টিক সূচকের মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পর্ক বিদ্যমান।
6853. the maximum shear stress of a rectangular beam is-
1.75 times are average stress
2.0 times are average stress
1.25 times are average stress
1.5 times are average stress
ব্যাখ্যা: The maximum shear stress (tmax) in a rectangular beam is 1.50 times the average shear stress.
6854. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?
বিশেষ্য
অব্যয়
সর্বনাম
বিশেষণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: উপসর্গ হলো সেই সমস্ত অব্যয়জাতীয় শব্দাংশ যা ধাতু বা শব্দের আগে বসে ধাতু বা শব্দের অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে। যেমন: অ-অবহেলা, অকাজ। প্র-প্রচার, প্রসার। বে-বেয়াদব, বেসামাল। উপসর্গের শ্রেণিবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: ১. খাঁটি বাংলা উপসর্গ ২. সংস্কৃত উপসর্গ ও ৩. বিদেশি উপসর্গ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
6855. on the plane of principal stress
normal stress is maximum but shear stress is zero
both normal and shear stress is maximum
both normal and shear stress is zero
shear stress is maximum but normal stress is zero
ব্যাখ্যা: Maximum এবং minimum স্বাভাবিক চাপগুলিকে প্রধান চাপ বলা হয় এবং যে সমতলে এগুলো কাজ করে তাকে প্রধান চাপ বলা হয়
6856. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
শহীদুল্লাহ কায়সার
আবুল ফজল
মাওলানা ভাসানী
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'আমার দেখা নয়াচীন' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত বিখ্যাত গ্রন্থ। এটি গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে। তার রচিত অন্যান্য গ্রহ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার কিছু কথা (প্রকাশিতব্য)
6857. an under reinforced beam means (আন্ডার রিইনফোর্সড বীম বলতে বোঝায়-)
steel provide is insufficient
steel is provided at eh underside only
steel will yield fast before concrete crushing
steel is provided on the tension face only
ব্যাখ্যা: একটি আন্ডার-রিইনফোর্সড বিম হল এমন একটি যেখানে টেনসাইল রিইনফোসমেন্টের টান ক্ষমতা কংক্রিট এবং কম্প্রেশন স্টিলের সম্মিলিত কম্প্রেশন ক্ষমতা (টেনসাইল ফেসে আন্ডার রিইনফোর্সড) থেকে ছোট।
6858. What happen just after the ylelding of Steel reinforcing bar (রিইনফোর্স বারে, ঈল্ডিং এর পরে কি ঘটে-)
fracture
the strain hardening
strains softening
necking
ব্যাখ্যা: Yield plateau (Yield plateau এর পরবর্তী অনুভূমিক স্ট্রেইন) এর পর বিকৃতির পরিমাণ বৃদ্ধি করতে থাকলে পীড়ন পুনরায় বৃদ্ধি পায় তবে ধীরে ধীরে এই প্রক্রিয়াকে স্টেইন হ্যাডেনিং বলে।
6860. রিক্সা' কোন ভাষার শব্দ?
তুর্কি
কোরিয়ান
জাপানি
পর্তুগিজ
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাপানি শব্দ হাসনাহেনা, রিকশা, জুডো, হারাকিরি। তুর্কি শব্দ দারোগা, বাবা, সওগত, বাবুর্চি, তালাশ, কাঁচি, কুলি, উজবুক। বাংলা ভাষায় আগত পর্তুগিজ শব্দঃ যেমন-পেয়ারা, আয়া, আচার, আনারস, আতা, আলমারি, কপি, কামিজ, কামরা, কেদারা, কেরানি, গরাদ, গামলা, গুদাম, চাবি, জানালা, তামাক, তোয়ালে, নিলাম, পারদ, পাউরুটি, পিরিচ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]