EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
6801. For plumbing drainage of a high rise building who is system is suitable
one pipe system
two pipe system
single structure system
none of these
ব্যাখ্যা: এই প্লাম্বিং সিস্টেমে, দুটি পাইপ ইনস্টল করা হয়। W.Cs এবং ইউরিনালগুলি উলম্ব মাটির পাইপ এবং রান্নাঘর, বেসিন ইত্যাদি অন্য একটি পৃথক উলম্ব বর্জ্য পাইপের সাখে সংযুক্ত থাকে। মাটির পাইট এবং বর্জ্য পাইপ আলাদা ভেন্ট পাইপ দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে এইভাবে চারটি পাইপ প্রয়োজন এবং তাই এটি অত্যন্ত ব্যয়বহুল। মাটির পাইপ সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত থাকে।
6802. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
চর্যাপদ
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
বঙ্গবাণী
অন্নদামঙ্গল কাব্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়। তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়। তবে সংক্ষেপে এটি 'বৌদ্ধগান ও দোহা' বা 'চর্যাপদ' নামেই অভিহিত হয়ে থাকে। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ড. প্রবোধচন্দ্র বাগচী, ড. সুকুমার সেন এবং ড. অসিতকুমার বন্দোপাধ্যায় এর মতে চর্যাগীতির রচনাকাল দশম-দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাগীতির। পুঁথিতে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি। শ্রীকৃষ্ণকীর্তন হল বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। আদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র রচিত একটি মঙ্গলকাব্য। এটি মধ্যযুগের রচনা। বঙ্গবাণী রচয়িতা আব্দুল হাকিম মধ্যযুগীয় কবি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
6803. A speech full of many word is--
a large speech
an ornamental speech
maiden speech
a verbose speech
ব্যাখ্যা: ব্যাখ্যা: Verbose speech অর্থ শব্দাড়ম্বরপূর্ণ বক্তৃতা অর্থাৎ a speech full of too many words. The correct option is: "a verbose speech." Explanation: The term "verbose" refers to using more words than necessary, often resulting in lengthy and overly detailed speech or writing. Therefore, "a verbose speech" describes a speech that is full of many words, but may lack conciseness or clarity due to excessive verbosity. [তথ্যসূত্রঃ Master English]
6804. which one is not a Greenhouse gas.
ozone
oxide of Sulphur
oxide of Nitrogen
water vapour
ব্যাখ্যা: গ্রীনহাউস গ্যাসের উদাহরণ: কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাই অক্সাইড। যেখানে অক্সিজেন, নাইট্রোজেন এবং আর্গন গ্রিনহাউস গ্যাসের উদাহরণ নয়।
6805. which is a regulatory requirement for environment clearance of industries according to environment conservation rule 1997
ΕΙΑ
IEE
EMP
All of the above
ব্যাখ্যা: এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (EIA) হল আন্তঃ-সম্পর্কিত আর্থ-সামাজিক, সাংস্কৃতিক এবং মানব-স্বাস্থ্যের উপর উপকারী এবং প্রতিকূল উভয় প্রভাব বিবেচনা করে প্রস্তাবিত প্রকল্প বা উন্নয়নের সম্ভাব্য পরিবেশগত প্রভাবগুলি মূল্যায়ন করার একটি প্রক্রিয়া।
6806. The yield of well depends upon:
Permeability of soil
Area of aquifer opening into the wells
Actual flow velocity
All of the above
ব্যাখ্যা: The yield of well or Discharge through the well: Discharge through the well (Q) = Velocity through the pores (V) x Area of the pores (A) Also. Velocity through the pores (V) = Permeability of the soil (K) × Hydraulic gradient (t) Q= k x I x A Hence, the yield of a well depends upon area of aquifer opening into the well actual flow velocity Permeability of soil:
6807. I have left the room but he (enter) the room.
enters
entered
has entered
is entering
ব্যাখ্যা: ব্যাখ্যা: এটি compound s tence. এখানে conjunction এর অংশে হত present perfect tense ব্যবহৃত হয়েছে, তাই পরের অংশেও present perfect 1 se ব্যক্ত করতে হবে। তাই enter এর পরিবর্তে has entered হবে। I have left the room but has entered the room.
6808. who is statement is not true in the case of turbidity.
turbidity can affect disinfection process and increase filtration cost
turbidity is used as a proxy of suspended solid
Organic particle can cause turbidity
colour producing dissolved substance can also cause turbidity
ব্যাখ্যা: টার্বিডিটি পরিমাণ প্রায়ই পানিতে স্থগিত কঠিন পদার্থেও পরিমান নির্ণয় করতে ব্যবহৃত হয়। শেওলাগুলির মতো জৈব পদার্থ এবং পলির মতো অজৈব পদার্থগুলি অন্তর্ভুক্ত করার কারণে টার্বিডিটি ঘটে।
6809. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?
দাঁড়ি
কোলন
সেমিকোলন
ড্যাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন ২.ল, সেমিকোলন বসে। কমা বা পাদচ্ছেদ এর বিরতিকাল ১ বলার সময়। সেমিকোলন এর বিরতিকাল-১ বলা দ্বিগুণ সময়। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
6810. তেপান্তর' কোন সমাসের উদাহরণ?
দ্বন্দ্ব সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: তেপান্তর = তে (তিন) প্রান্তরের সমাহার। এটি একটি দ্বিগু সমাস। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাচার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। যেমন- নবরত্ন, সপ্তাহ, ত্রিকাল, তেমাথা, শতাব্দী ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ ৯ম ১০ম শ্রেণী]
6811. The decay rate of biodegradable organic in water is assume to be
third order reaction
first order reaction
second order reaction
none of these
ব্যাখ্যা: BOD- এর জন্য প্রথম অর্ডার রাসায়নিক বিক্রিয়া পরীক্ষা করা হয়। yt = t/a +bt আকারে BOD-এর জন্য একটি দ্বিতীয় ক্রম রাসায়নিক বিক্রিয়া রয়েছে। এই সমীকরণ পরীক্ষামূলক ডেটাতে প্রয়োগ করা হয়। দেখা যায় যে, দ্বিতীয় ক্রম সমীকরণ বিওডি ডেটাতে নির্ভুলতা হারানো ছাড়াই প্রয়োগ করা যেতে পারে।
6812. A letter is going to be written by me'- Make it active:
I am going to write a letter
will write to letter
I am writing a letter
I will be going to write a letter
ব্যাখ্যা: ব্যাখ্যা: The active form of the sentence "A letter is going to be written by me" is: "I am going to write a letter." In the active voice, the subject performs the action of the verb. In the given sentence, "A letter is going to be written by me," the subject is "me," and the action of writing is being performed by "me." So, to convert this sentence into the active voice, we need to rephrase it to have "I" as the subject and make "I" the doer of the action. Therefore,the active form "I am going to write a letter" accurately reflects this change,with "l" as the subject performing the action of writing the letter. [তথ্যসূত্রঃMaster English]
6813. অন্যদিকে মন নেই যার' বাক্যটিতে এক কথায় প্রকাশ কোনটি?
অনন্যমনা
অগত্যা
অন্যপেক্ষা
অনন্যোপায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: অন্যদিকে মন নেই যার অননামনা যার অন্য উপায় নেই অনন্যোপায়। অন্য গতি নেই যার- অগত্যা [তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, হায়াৎ মামুদ]
6814. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্বিবিদ্যালয়?
কলিকাতা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী
শান্তিনিকেতন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৩৬ সালে এক বিশেষ সমাবর্তনে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার আবদুর রহিম, স্যার জগদীশ চন্দ্র বসু, স্যার প্রফুল্লচন্দ্র রায়, স্যার যদুনাথ সরকার, স্যার মোহাম্মদ ইকবাল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া তিনি ১৯২৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পুরস্কার লাভ করে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
6815. English-- across the world
has spoken
speaks
is speaking
is spoken
ব্যাখ্যা: ব্যাখ্যা: This sentence is followed by the structure: Passive Voice: Subject + Be Verb + V3
6817. What is the time --- your watch?
in
to
by
at
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঘড়ির সময়ের পূর্বে by বসে। What is the time by your watch?
6818. which of the statement is generally true for ground water (কোন বিবৃতিটি সাধারণত ভূগর্ভস্থ পানির জন্য সত্য)
has low dissolved Oxygen and low carbon dioxide
has low dissolved Oxygen and high number of microorganism
has high dissolved oxygen and low turbidity
has low turbidity and high carbon dioxide
ব্যাখ্যা: দ্রবীভূত অক্সিজেন বলতে পানিতে থাকা মুক্ত অক্সিজেনের মাত্রা বোঝায়। যদিও ভূগর্ভস্থ পানিতে সাধারণত কম dissolved oxygen মাত্রা থাকে।
6819. which disinfection system is suitable for public water supply system (কোন বিশুদ্ধকরণ ব্যবস্থা পাবলিক জল সরবরাহ ব্যবস্থার জন্য উপযুক্ত)
chlorination
ultraviolet radiation
Ozone
boiling
ব্যাখ্যা: ক্লোরিনেশন হল পরজীবী, ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারতে পানীয় জলে ক্লোরিন যোগ করার প্রক্রিয়া। অল্প পরিমাণে ক্লোরিনযুক্ত পানি ব্যবহার বা পান করা স্বাস্থ্যের ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে না এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
6820. which of the following does not produce disinfection by_products (নিচের কোনটি..... যুক্ত হলেও পানীয় জল বিশুদ্ধ করে না)
chloramine
ozone
free chlorine
chlorine dioxide
ব্যাখ্যা: রাসায়নিক জীবাণুনাশক হল ওজন, ক্লোরিন, ব্রোমিন, অ্যামোনিয়াম এর্ব হাইড্রোজেন অ্যাসিড ইত্যাদি। ফি ক্লোরিন বলতে ক্লোরিনের পরিমাণ বোঝায় যা এখনও দূষিত পদার্থগুলিকে কার্যকরভাবে স্যানিটাইজ করার জন্য ক্লোরিনযুক্ত জলের সাথে একত্রিত করা হয়নি, যার অর্থ এই ক্লোরিনটি আপনার সুইমিং পুলের জলে ক্ষতিকারক অণুজীব থেকে মুক্তি পেতে মুক্ত।