MCQ
721. কোন প্রকার পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চার্জের সাথে মিশ্রিত করতে হয়?
বেসিমার
অ্যাসিড ওপেন হার্থ
বেসিক ওপেন হার্থ
ইলেকট্রিক পদ্ধতি
722. সিলিকন স্টিল সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা হয়?
কেমিক্যাল কারখানায়
ইলেকট্রিক্যাল কারখানায়
পোশাক কারখানায়
সবকয়টি
723. বিজারণকারী ধাতুমল তৈরি করার জন্য ডাইরেক্ট আর্ক বেসিক পদ্ধতিতে মিশানো হয় –
সামান্য পরিমাণ চুন
ফ্লোরস্পার
কয়লার গুঁড়া
চুন, ফ্লোরস্পার ও কয়লার গুঁড়া
724. অনেক সময় ডাইরেক্ট আর্ক ফার্নেসে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয় কেন?
অধিক তাপমাত্রার যখন প্রয়োজন হয়
যখন তাড়াতাড়ি ধাতু গলনের প্রয়োজন হয়
অধিক পরিমাণ অপদ্রব্য দূরীকরণের জন্য
উপরের সবগুলোই
725. মারুত চুল্লিতে প্রদত্ত চার্জ সাধারণত কত তাপমাত্রায় সম্পূর্ণরূপে গলে যায়?
১২০°সে
১৪০°সে
১৩০°সে
১৫০°সে
726. ওপেন হার্থ পদ্ধতিতে 'মিলস্কেল' যোগ করা হয়?
সিলিকন ও ম্যাঙ্গানিজকে সর্বোচ্চ পরিমাণে অক্সাইডে পরিণত করার জন্য
সিলিকনকে অক্সাইডে পরিণত করার জন্য
ফসফরাসকে অক্সাইডে পরিণত করার জন্য
সালফারকে অক্সাইডে পরিণত করার জন্য
727. প্রেসারাইজড ওয়াটার রিয়্যাক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয়ে থাকে?
UO
UO ₂
CO
CO ₂
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পারমাণবিক রিয়্যাক্টরে ব্যবহৃত জ্বালানিগুলো হলো-
( ক) ইউরেনিয়াম (U^235, U^238,U^233)
(খ) প্লুটোনিয়াম (Pu^239 ) ও (গ) থোরিয়াম (Th^232)।
728. যে রিয়্যাক্টরে মডারেটর ব্যবহার হয় না তার নাম কী?
P.W.R
B.W.R
F.B.R
S.G.R
729. পাউলিং পদ্ধতিতে কোন প্রকার চুল্লি ব্যবহার করা হয়?
কিউপোলা
ওপেন হার্থ
রিভাব বেরেটরি
বেসিলার
730. মারুত চুল্লিতে সাধারণত কী অনুপাতে আকরিক, কোক ও চুনাপাথর চার্জ করা হয়?
৪:২:১
৬:৪:১
৮:২:১
৩:২:১
731. চুনাপাথর কেন চার্জে মিশ্রিত করা হয়?
ফ্লাক্স হিসেবে অপদ্রব্য দূরীভূত করতে সাহায্য করে
চুল্লিতে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে
জ্বালানি প্রজ্বলিত হতে সাহায্য করে
লৌহের সাথে মিশে সংকরিত হয়
732. কোন পদ্ধতিতে দৈনিক ইস্পাত উৎপাদন সবচাইতে বেশি?
বেসিমার
ইলেকট্রিক
ওপেন হার্থ
ক্রুসিবল
733. অধিক বিভাজনযোগ্য 235^U যার পরিমাণ প্রকৃতিতে-
0.007%
0.07%
0.7%
7%
734. এক কেজি ২৬-কে ফিশন প্রক্রিয়ায় বিভাজন করলে উৎপন্ন শক্তির পরিমাণ আনুমানিক কত?
2.5 x 10^7 kWh
2.5 x 10^5 kWh
25 x 10^13 kWh
25 x 10^15 kWh
735. কাস্ট আয়রন সহজে পাওয়া যায়-
পিগ আয়রন ঢালাই করে
রট আয়রনে কার্বনের পরিমাণ বৃদ্ধি করে
ইস্পাত কার্বনের পরিমাণ বৃদ্ধি করে
উল্লিখিত সবগুলো পদ্ধতিতেই পাওয়া যায়
736. বাংলাদেশে সাধারণত ওপেন হার্থ পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করা হয় কেন?
জ্বালানি হিসেবে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়
আমদানিকৃত তৈল সস্তা ও সহজলভ্য
প্রতিবেশী দেশ হতে সস্তায় কঠিন জ্বালানি আমদানি করা যায়।
বিদ্যুতের খরচ বেশি বলে
737. বেসিক ওপেন হার্থ চুল্লির সর্বোচ্চ ক্ষমতা কত?
২০০-টন
১০০০ টন
৫০০ টন
১৫০০ টন
738. চেইন রিয়্যাকশনে কার্যক্ষম নিউট্রন সংখ্যা ও নিয়োজিত নিউট্রন সংখ্যার অনুপাতের মান কত?
1-এর অধিক
1-এর কম
1-এর সমান
1-এর অর্ধেক
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: পর্যায়ক্রমিকভাবে পারমাণবিক জ্বালানির নিউক্লিয়াস বিভাজন বা ফিশন ঘটানোকে চেইন রিয়্যাকশন বলা হয়।
739. মারুত চুল্লির যে পথগুলোর মাধ্যমে গরম বাতাস চুল্লির ভিতরে সঞ্চালিত হয়, এর নাম-
হপার
হপার ও বেল
টুইয়ার্স
ব্লাস্ট পাইপ
740. অ্যাসিড ওপেন হার্থ চুল্লির সর্বোচ্চ ক্ষমতা কত পর্যন্ত হয়ে থাকে?
৫০ টন
২০০ টন
১০০ টন
৫০০ টন