MCQ
8241. 'সুবচন নির্বাসনে' নাটকের নাট্যকার-
আব্দুল্লাহ আল মামুন
মামুনুর রশিদ
রশীদ হায়দার
হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আব্দুল্লাহ আল মামুন ছিলেন নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক। আব্দুল্লাহ আল মামুন প্রযোজিত ও পরিচালিত টিভি নাটকের সংখ্যা শতাধিক। তার কালজয়ী মঞ্চ নাটক সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, শপথ, মেহেরজান, আরেকবার ইত্যাদি।
8242. "দর্শন হচ্ছে ধর্ম ও ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।" উক্তিটি কে করেছেন?
আর. বি. পেরি
সি. ডি. ব্রড
প্লেটো
বার্ট্রান্ড রাসেল
8243. 'Writing a diary' is a very good practice to develop the writing skill. The underlined part is a/an-
noun phrase
verbal phrase
adjective phrase
adverbial phrase
8244. 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?
বার্কলে
ডেকার্ট
জন লক
প্লেটো
8245. বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-
মোহাম্মদ বরকতুল্লাহ
জি. সি. দেব
আরজ আলী মাতুব্বর
আব্দুল মতীন
8246. জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
২০১০
২০১১
২০১২
২০১৮
8247. Which of the following words can be used as a verb?
mobile
sugar
media
sand
8248. 'ত্ম্য' কোন কোন ধ্বনির যুক্ত রূপ?
ত্+ন্+য
ত্+ম্+য
ত্+য+ম
ত্++ন
8249. 'Animal Liberation' গ্রন্থটির রচয়িতা কে?
হেগেল
কান্ট
বেন্থাম
পিটার সিঙ্গার
8250. নিচের কোনটি 'SMART Bangladesh' এর উপাদান?
Smart Democracy
Smart Politics
Smart Society
Smart Parliament
8251. Fill in the blank with the correct word: he lay on the ground groaning.
Injured
Injuring
Having injured
Be injured
ব্যাখ্যা: সঠিক উত্তর: Being injured
8252. 'ভিক্ষালব্ধ' সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
দ্বন্দ্ব
বহুব্রীহি
তৃতীয়া তৎপুরুষ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- ভিক্ষা দ্বারা লব্ধ ভিক্ষালব্ধ, পদ দ্বারা দলিত পদদলিত, মন দ্বারা গড় = মনগড়া।
8253. He died following the incident. The underlined word is a/an-
adjective
noun
adverb
preposition
8254. In which sentence 'like' is used as a preposition?
He likes to eat fish.
He laughs like his father does.
He climbed the tree like a cat.
Like minded people are necessary to start a business.
8255. 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল'- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘ
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি
বিশ্বব্যাংক
এশিয়া উন্নয়ন ব্যাংক
8256. Find out the meaning of the following phrase: 'By and large'
very large
on the whole
far away
the largest one
8257. কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া
সামাজিক ক্রিয়া
ঐচ্ছিক ক্রিয়া
ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া
8258. নিচের কোনটি সুশাসনের মূলনীতি?
স্বচ্ছতা ও জবাবদিহিতা
কর্তৃত্ববাদী শাসন
কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ
স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব
8259. "মানুষ হও এবং মরে বাঁচ।" এটি কার উক্তি?
প্লেটো
হেগেল
জি. ই. ম্যুর
রাসেল
8260. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের নাট্যকার-
মামুনুর রশিদ
সেলিম আল-দীন
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের নাট্যকার' সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। তার উল্লেখযোগ্য কাব্যনাট্য হচ্ছে- গণনায়ক, নূরলদীনের সারাজীবন।