Image
MCQ
8281. একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
২১০
১০৫
২২৫
১৯৬
8282. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
হুতুম প্যাঁচার নক্সা
দুর্গেশ নন্দিনী
সীতারাম
8283. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)?
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
8284. 'বিদ্যাসুন্দর' গ্রন্থের অনুবাদক কে?
সাবিরিদ খান
মালাধর বসু
আলাওল
নরোত্তম দাস
8285. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?
150 Litre
400 Litre
250 Litre
200 Litre
8286. একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
পূর্ব
8287. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
Kiwi
Eagle
Emu
Ostrich
8288. 'চর্যাপদে'র প্রকৃত নাম কী?
চর্যাগীতিকোষ
চর্যাপদ
চর্যাচর্যবিনিশ্চয়
বৌদ্ধ গান ও দোহা
8289. একজন মহিলা বলেছেন, "আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।" মহিলার বয়স কত?
২৩ বছর
৩৪ বছর
৪৫ বছর
কোনোটিই নয়
8290. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
8291. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
8292. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
8293. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
8294. সেই জুটি নির্বাচন করুন যা "Children : pediatrician" জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
Adult: Orthopedist
Kidney: Nephrologist
Females: Gynecologist
Skin: Darmatologist
8295. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
৭টি
৯টি
১১টি
১০টি
8296. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, "তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।" ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
মা
খালা
বোন
কন্যা
8298. নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান- ১. Protect ২. Pragmatic ৩. Pastel 8. Postal ৫. Pebble
৪৩৫২১
৩৫৪২১
৩৪৫১২
৪৩৫১২
8299. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
ডাকঘর
বিসর্জন
অচলায়তন
8300. যদি E = 10, J = 20,0 = 30 এবং T = 40 হয়, তাহলে B+E+S+T=?
৭১
৮২
৯০
৯২