MCQ
8261. 'বন্দী শিবির থেকে'- কী ধরনের গ্রন্থ?
উপন্যাস
প্রবন্ধ গ্রন্থ
কাব্যগ্রন্থ
ছোটোগল্প গ্রন্থ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কবি শামসুর রহমানের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- প্রতিদিন এর ঘরহীন ঘরে, নিজ বাসভূমে, রৌদ্র করোটিতে।
8262. 'অসমাপ্ত আত্মজীবনী' লিখেছেন-
কাজী নজরুল ইসলাম
সৈয়দ ওয়ালীউল্লাহ
শেখ মুজিবুর রহমান
গাজী শামসুর রহমান
ব্যাখ্যা: ব্যাখ্যা: অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রন্থটি প্রকাশিত হয় ২০১২ সালের ১৮ জুন।
8263. পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
১৮
২০
২২
২৪
ব্যাখ্যা: [সঠিক উত্তর: ১৭]
8264. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
8265. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী?
কৃপার শাস্ত্রের অর্থভেদ
কথামালা
কথোপকথন
ইতিহাসমালা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন। এর রচয়িতা হলেন উইলিয়াম কেরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থই কথামালা।
8266. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেন কত সালে?
১৯০০ সালে
১৯১৩ সালে
১৯০৫ সালে
১৯১৭ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম বাঙালি কবি হিসেবে ১৯১৩ সালে গীতাঞ্জলীর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
8267. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে'- কবিতাংশটির কবি কে?
বেগম সুফিয়া কামাল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
ড. নীলিমা ইব্রাহিম
সনজিদা খাতুন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। তার রচিত বিখ্যাত কবিতা জন্মেছি এই দেশে কবিতার চরণ হচ্ছে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, মন ও জীবন, অভিযাত্রিক প্রভৃতি।
8268. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শুদ্ধ বানান- প্রতিযোগিতা, মুমূর্ষু।
8269. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
8270. 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের কবি-
কাজী নজরুল ইসলাম
বিহারীলাল চক্রবর্তী
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জীবনানন্দ দাশ-এর রচিত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে- বনলতা সেন, ঝরাপালক, প্রকাশকাল, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। তাকে রূপসী করিও বলা হয়ে থাকে।
8271. 'Animal Farm' is written by -.
George Orwell
Jane Austen
Henry Fielding
E.M. Forster
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Animal Firm', ব্রিটিশ ঔপন্যাসিক Georga Orwell রচিত একটি উপন্যাস। Jane Austen তাঁর Pride & Prejudice উপন্যাসের জন্য পরিচিত। E.M. Forster, Passage to India এবং Henry Fielding, Tom Jones-এর জন্য বিখ্যাত।
8272. অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবির নাম কী?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
সুকান্ত ভট্টাচার্য
শামসুর রাহমান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অগ্নিবীণা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৯২২ সালে। তার রচিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে- সর্বহারা, মরু ভাস্কর, সাম্যবাদী, প্রলয় শিখা। তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে।
8273. 'লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা না আমার' চরণটির রচয়িতা-
হাছন রাজা
লালন ফকির শাহ
আব্দুল করিম আব্বাস উদ্দিন
আব্বাস উদ্দিন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ হাছন রাজা বাংলা সাহিত্যের লালনগীতির এক অন্যতম নাম। তার রচিত কয়েকটি গান হলো- নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল।
8274. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসে বিবৃত হয়েছে-
জেলেদের জীবনাচরণ
মাঝিদের জীবনাচরণ
কোলকাতাবাসীর জীবনাচরণ
বিত্তবান মানুষের জীবনাচরণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশি ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। এটি ১৯৪৮ সালে বাংলায় প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাংলাদেশের পদ্মা তীরবর্তী অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন চিত্র।
8275. কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল-
১৮৬১
১৯১৩
১৮৯৯
১৯৪৩
8276. 'শহিদ জননী' নামে খ্যাত-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
বেগম সুফিয়া কামাল
সেলিনা হোসেন
জাহানারা ইমাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবি জাহানারা ইমাম শহিদ জননী নামে খ্যাত। মহান মুক্তিযুদ্ধের সময় তার সন্তান রুমী শহীদ হন। এজন্য তাকে শহিদ জননী বলা হয়।
8277. সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
Consciencious
Conscienctious
Consciencitious
Conscientious
8278. 'এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী'- গানটির গীতিকার কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অনুচ্ছেদে উল্লিখিত গানের চরণটির গীতিকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গান হচ্ছে- তুমি সুন্দর তাই চেয়ে থাকি, দুর্গম গিরি কান্তার।
8279. একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩: ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে পুরুষের সংখ্যা কত?
৩০
৪০
৩৫
৪৫
ব্যাখ্যা: [নোট: প্রশ্নটি অসঙ্গতিপূর্ণ।
8280. 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
Scarce
Abundant
Widespread
Limited