EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
821. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
এম. এইচ. ডি. প্লান্ট
জ্বালানি সেল প্লান্ট
822. ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত নিম্নের কোনটি?
আশুগঞ্জ বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা: ১৯৬৬ সালে জার্মান সরকারের আর্থিক সহায়তায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। এই পাওয়ার স্টেশন দেশের মোট চাহিদার ৮.৭৬%-এরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুষ্ক মৌসুমে ডিসচার্জ চ্যানেলের বিপুল পরিমাণ পানি আশুগঞ্জ, সড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩৬,০০০ একর জমি সেচের জন্য ব্যবহার করা হয়।
823. প্রডিউসার গ্যাসে বেশি থাকে কোনটি?
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
824. ব্লাস্ট ফারনেস গ্যাসে নাইট্রোজেনের পরিমাণ কত?
শতকরা 60 ভাগ
শতকরা 50 ভাগ
শতকরা 40 ভাগ
শতকরা 30 ভাগ
825. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ কত?
শতকরা 15 ভাগ
শতকরা ৪ ভাগ
শতকরা 20 ভাগ
শতকরা 10 ভাগ
826. রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত?
১১০ মেগাওয়াট
৪৩৮ মেগাওয়াট
২৩০ মেগাওয়াট
৬০ মেগাওয়াট
828. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
কর্ণফুলি
পশুর
মহেসখালী
চন্দ্রঘোনা
829. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ কত?
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ
830. কোল গ্যাসে অন্যান্য হাইড্রোকার্বনের পরিমাণ কত?
শতকরা 3 ভাগ
শতকরা 4 ভাগ
শতকরা 5 ভাগ
শতকরা 7 ভাগ
831. প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইখেনের পরিমাণ কত ভাগ?
শতকরা 20 ভাগ
শতকরা 40 ভাগ
শতকরা 30 ভাগ
শতকরা 50 ভাগ
832. থার্মোডায়নামিক্স সাইকেলসমূহ নিম্নের কোন কাজটি করে থাকে?
তাপ উৎপাদন
তাপ সঞ্চালন
তাপের প্রয়োগ
সবক'টি
834. চট্টগ্রামের রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ কত সালে শেষ হয়?
১৯৯১ সালে
১৯৯২ সালে
১৯৯৩ সালে
১৯৯৪ সালে
835. বিদ্যুৎ উৎপাদনে ম্যাগনেটো হাইড্রোডাইনামিক যে সূত্র মেনে চলে তা হলো-
লেনজের সূত্র
ফেরাডের ইলেকট্রোম্যাগনেটিক সূত্র
ফেরাডের ইলেকট্রোলাইটিক সূত্র
ফ্লেমিং-এর সূত্র
836. ব্লাস্ট ফারনেস গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ কত ?
শতকরা 35 ভাগ
শতকরা 30 ভাগ
শতকরা 32 ভাগ
শতকরা 33 ভাগ
837. কোল গ্যাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
শতকরা 1 ভাগ
শতকরা 3 ভাগ
শতকরা 4 ভাগ
শতকরা 5 ভাগ
838. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় কোন বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত?
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
839. স্টিম প্রাইম মুভার কাজ কোনটিতে?
তাপবিদ্যুৎ কেন্দ্রে
পানিবিদ্যুৎ কেন্দ্রে
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে
840. বাংলাদেশের সাভারে স্থাপিত পরমাণু গবেষণা চুল্লির ক্ষমতা কত?
1 মেগাওয়াট
2 মেগাওয়াট
3 মেগাওয়াট
4 মেগাওয়াট
ব্যাখ্যা: তিন মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রিগা মার্ক-২ (TRIGA Training Research Isotope production, General Atomics) গবেষণা রিঅ্যাক্টরটি আশির দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়। এটি দেশের একমাত্র পারমাণবিক চুল্লি এবং অন্যতম স্থাপনা।