MCQ
8501. Surface tension-এর একক কোনটি?
N
m
N/m
N/m^2
8502. Soil-এর bulk density 22 kN/m', water control 10%, Dry density কত?
18.6kN/m²
20kN/m²
22kN/m²
23.2kN/m²
8503. প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
বিবিক্ষা
বিবিক্ত
বিবাসন
বিবর্ধন
8504. 'যার বসন আলগা' এর বাক্য সংকোচন?
আলগা বসনা
অসংবৃত
লজ্জাহীন
সংযুক্তহীনতা
8505. একটি cantilever beam-এর এক প্রান্তে -মানের concentrated load আছে। এর সর্বোচ্চ deflection কত?
pL^3/2EI
pL^3/EI
pL^3/3EI
pL^3/4EI
8506. Surge Tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য
8507. Soil-এর uniformity coefficient-এর typical value কত হয়?
≥1
>1
0 থেকে। এর মধ্যে
কোনোটিই নয়
8508. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?
অদৃশ্য
বর্ণচোরা
ভূতপূর্ব
ফুলেল
8509. এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হাসি সুন্দর'।
সুস্মিতা
সুহাসিনী
সুহাসি
সুচিস্মিতা
8510. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর permeability নির্ণয় করা হয়?
Coarse sand
fine sand
silt
clay
8511. এক কথায় প্রকাশ করুন: 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
দূরদর্শী
অভিজ্ঞ
বহুদর্শী
ত্রিকালজ্ঞ
8512. 'রোদসী' শব্দটি দিয়ে বোঝায়-
রোদন করেছে যে
রোদেলা দিন
পৃথিবী ও স্বর্গ
আলোকোজ্জ্বল আকাশ
8513. Bitumen-এর penetration test দিয়ে এর কোন ধর্ম জানা যায়?
Grade
Viscosity
Ductility
Alkalinity
8514. Los Angeles machine কোন test-এ ব্যবহৃত হয়?
Crushing strength
Impact value
Abrasion
Compressive strength
8515. 'অবিমৃষ্যকারী' কাকে বলে-
যে সর্বদা কুৎসা রটনা করে
যে আগে পিছে না ভেবে কাজ করে
যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
8516. CBR test কত perpetration-এর জন্য নিরূপণ করা হয়?
2.5 mm
5.0 mm
7.5 mm
কওখ
8517. EDTA solution দিয়ে কী নির্ণয় করা হয়?
Turbidity
Dissolved Oxygen
Hardness
Residual Cl
8518. একটি cantilever beam-4 W-মানের uniformly distributed load আছে। এর সর্বোচ্চ deflection কত?
5WL^4/384EI
WL^4/8EI
WL^5/8EI
WL^5/48EI
8519. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity= 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10/m^2
12kN/m^2
14kN/m^2
8520. 'যার তুলনা নাই'- এক কথায় কী বলে?
অতুল্য
অতুলনীয়
তুলনাহীন
বৈতুল্য