EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8561. 'জিজীবিষা' শব্দটির অর্থ কী?
জীবননাশের ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
জীবনকে জানার ইচ্ছা
জীবন-জীবিকার পথ
8562. A cliche is a--
a witty statement.
a woman out statement.
a false evidence.
Irish humour.
8565. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
8566. The word 'genocide' means--
mass grave
mass gathering
mass killing
mass attendance
ব্যাখ্যা: Hints: Genocide mass killing বলতে গণহত্যা বোঝায়। অন্যান্য option গুলো Mass grave গণ কবর, a gathering- গণ জমায়েত, mass attendance-গণ উপস্থিতি। সুতরাং সঠিক উত্তর (গ)।
8567. 'বীর সন্তান প্রসব করে যে নারী'- এক কথায় তাকে কী বলে?
বীরপুত্র
রত্নগর্ভা
স্বর্ণমাতা
বীরপ্রসূ
8568. Substitution for a cardiologist will be-
nerve specialist
eye specialist
heart specialist
bone specialist
8569. What is the meaning of 'diehard"?
A dead soul
A dead cow
A strong supporter
A weak
ব্যাখ্যা: Hints: Dichard অর্থ কোনো কিছুর প্রতি প্রগাঢ় বিশ্বাস বা সমর্থন অর্থাৎ- Strong support. Option গুলোর মধ্যে (ক) a dead soul, (খ) a dead cow দিয়ে অচল, অন্তঃসারশূন্য বুঝায়। আর (ঘ) a weak supporter দুর্বল সমর্থক। সুতরাং সঠিক উত্তর গ।
8570. The Latin expression 'Le' stands for-
idest
ideal energy
inner edition
in Europe
8571. 'যার অন্য উপায় নেই'- এক কথায় বলে-
নিরুপায়
অনন্যোপায়
অসহায়
সর্বহারা
8572. A person who reads and thinks a lot is called-
Spiritual
Intellectual
Witty
Angry
ব্যাখ্যা: Hints: যিনি অনেক পড়েন/চর্চা করেন এবং চিন্তা করেন- Intellectual, আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন- Spiritual, বুদ্ধিমান- Witty, রাগী- Angry, সুতরাং সঠিক উত্তর (খ)।
8573. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
8574. 'বহু দেখেছে যে' এক কথায় কী হবে?
দূরদর্শী
সমদর্শী
দার্শনিক
ভূয়োদর্শী
8575. What is the sound made by a goat?
Squeaking eaking
Bleating
Hooting
Cooing
ব্যাখ্যা: Hints: ছাগলের ডাক বা sound made by a goat-কে ইংরেজিতে Bleating বলে। অন্যান্য option গুলোর মধ্যে Hooting প্যাঁচার ডাক, Cooing-পাখির ডাক/কুজন, Squeaking-চি চি করে ডাকা।
8576. 'দুইয়ের মধ্যে একটি' এর এক কথায় প্রকাশ কি হবে?
অন্যতর
অন্যতম
দৌবারিক
কোনটিই নয়
8577. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্বিলকবৃত্তি
8578. What does 'CV' stand for?
Curriculum Vital
Curriculum Vitae
Curriculum Value
Curriculum Voyage
8579. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
8580. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে