EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
8522. Slab-এর ক্ষেত্রে Reinforcement এর সর্বোচ্চ % কত?
1%
4%
6%
৪%
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্ল্যাবের ক্ষেত্রে Reinforcement ব্যবহার করতে হয়, তার gross area 0.75-1%।
8523. 'দিতে হবে' কে এক কথায় কী বলে?
ভূতপূর্ব
দেয়
জিতন্দ্রি
অনাদান্ত
8525. 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' এক কথায় কি হবে?
দুর্গম
অরণ্য জনপদ
বিপদসংকুল
শ্বাপদসংকুল
8526. একটি cantilever beam-এ যদি shear force parabolic loading থাকে তাহলে তার diagram হবে-
linear
cubic
quadratic
uniform
8527. 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
ভুজঙ্গ
নৈশরণ
জুগুন্স
সৌপ্তিক
8528. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা'-এর বাক্য সংকোচন কী?
অযত্নলব্ধ
অনায়াসলব্ধ
অযত্নসম্ভূত
অযত্নজাত
8530. পানিকে granular media-এর মধ্য দিয়ে pass করাকে কী বলে?
Screening
Filtration
Flocculation
Sedimentation
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিন্ট্রশন বলতে পানি হতে রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ায় দূষণ পদার্থকে হ্রাস করা বুঝায়।
8531. 'প্রত্যুৎপন্নমতি' অর্থ-
অসম্ভব সুন্দরী
উপস্থিত বুদ্ধি আছে যার
ত্বরিৎ গতিতে কাজ করে যে
গোপনে কাজ করে যে
8533. যা স্থায়ী নয়-
নশ্বর
অস্থায়ী
ক্ষণস্থায়ী
ক্ষণিক
8534. দুবার জন্মে যা-
দ্বিজন্ম
পুনর্জন্ম
দ্বৈত জন্ম
দ্বিজ
8536. 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা যায়-
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সন্ধ্যা
গোধূলি
8537. 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ কী হবে?
দুরুচ্চার্য
দুরপনেয়
অবরোদ্ধ
অনুচ্চার্য
8538. একটি Drainage basin-এর দূরতম বিন্দু থেকে Drain outlet-এ পানি প্রবাহের জন্য যে সময় লাগে, তাকে কী বলে?
Time of dilution
Time of concentration
Critical time
কোনোটিই নয়
8539. 'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
বাথান
গোশালা
কস্তা
পশুপাল
8540. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি?
পরিবেদন
চিরকুমার
লবেজান
অভিসার