MCQ
12681. প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম কী?
গৌড়
ময়নামতি
মহাস্থানগড়
পাটালিপুত্র
12682. বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈসা খাঁ এর জীবনকাল -
১৫২৯-১৫৯৫
১৫২৯- ১৫৯৬
১৫২৯- ১৫৯৮
১৫২৯-১৫৯৯
12683. পুণ্ড্রবর্ধনের রাজধানী কী ছিল?
মহাস্থানগড়
ময়নামতি
পাহাড়পুড়
বিনোদপুর
12684. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?।
অ্যাল্পাইন
নর্ডিক
মঙ্গোলীয়
আদি-অস্ট্রেলীয় / অস্ট্রিক
12685. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? / বাংলাদেশের প্রাচীনতম শহর
ময়নামতি
পুণ্ড্রবর্ধন
পাহাড়পুর
সোনারগাঁও
12686. . প্রাচীনকালে এদেশের নাম ছিল
বাংলাদেশ
বঙ্গ
বাংলা
বাঙ্গালা
12687. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
আর্য
মোঙ্গল
পুন্ড্র
দ্রাবিড়
12688. এগারসিন্ধুর গ্রাম নামকরণের কারণ হলো, পূর্বে সেখানে-
এগারটি দূর্গ ছিল
এগারটি দীঘি ছিল
এগারটি নদীর সংযোগস্থল ছিল
ঈসা খানের ১১ কক্ষ বিশিষ্ট দালান বাড়ি ছিল
12689. বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত?
পুন্ড্র
বরেন্দ্র
হরিকেল
গৌড়
12690. প্রাচীন বাংলার পুন্ড্র নামটি ছিল একটি
জনপদের
প্রদেশের
গ্রামের
নগরের
12691. 'আকবর নামা' গ্রন্থের লেখক কে?
আবুল ফজল
জিয়াউদ্দিন বারানী
আল বেরুনী
মিনহাজ সিরাজ
12692. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
বাঙালি
আর্য
নিষাদ / অস্ট্রিক
আলপাইন
12693. পুন্ড্রবর্ধনের পুন্ডু শব্দের অর্থ হলো
আখ
গুড়
ধান
পাট
12694. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত ?।
ময়নামতি
বিক্রমপুর
মহাস্থানগড়
পাহাড়পুড়
12695. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?।
নেগ্রিটো
ভোটচীন
দ্রাবিড়
অস্ট্রিক / নিষাদ
12696. মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম ছিল?
মহাস্থানগড়
কর্ণসুবর্ণ
পুন্ড্রনগর
রামাবতী
12697. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?
ময়নামতি
পাহাড়পুড়
সোনারগাঁও
মহাস্থানগড়
12698. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?/বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?/ বাংলার প্রাচীন জনপদ কোনটি?।
পুন্ড্র
তাম্রলিপ্ত
গৌড়
হরিকেল
12699. প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কী নামে পরিচিত ছিল?
জনপদ
সমতট
বঙ্গ
হরিকেল
12700. মহাস্থান 'মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী একই' এটি শনাক্তকরণ করেন কে?
কানিংহাম
মার্শাল
রাখালদাস
রেনেল