EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
16041. The antonym of the word 'posterior' is -
anterior
superior
inferior
poster
ব্যাখ্যা: Hints: Posterior শব্দটির অর্থ পরবর্তী। প্রদত্ত অপশনগুলোর মধ্যে anterior-পূর্ববর্তী, superior- উচ্চতর, শ্রেয়, inferior-নিম্নতর, poster-প্রচারপত্র। সুতরাং posterior ও anterior শব্দদ্বয় অর্থের দিক থেকে বিপরীতার্থক বা antonymous।
16042. INCUMBENT: OFFICE
Jailer: Cell
Retiree: Service
Tenant: Dwelling
Politician: Campaign
16043. 'Myopic'-এর Synonym-
short-sighted
evenhanded
unprejudiced
tolerant
ব্যাখ্যা: Hints: Myopic-ক্ষীণদৃষ্টি। Evenhanded-নিরপেক্ষ; unprejudiced- নিরপেক্ষ/ পক্ষপাতশূন্য; tolerant- সহনশীল; short-sighted- অদূরদর্শী, ক্ষীণদৃষ্টি। সুতরাং দেখা যাচ্ছে myopic short-sighted শব্দ দুটি সমার্থক বা synonymous।
16044. The opposite of 'Bustle' is -
hurry
tumult
calm
scald
ব্যাখ্যা: Hints: Bustle অর্থ-ছোটাছুটি করা। অপশনগুলোর মধ্যে hurry ও tumult দুটোর অর্থই অস্থির হওয়া বা ছোটাছুটি করা/অস্থির। scald অর্থ গোসল করা, Calm অর্থ শান্ত হওয়া। সুতরাং অর্থের দিক থেকে bustle ও calm শব্দদ্বয় বিপরীতার্থক বা antonymous
16045. The word 'Prodigal' means-
violate
wasteful
patriot
pastoral
ব্যাখ্যা: Hints: Prodigal (অতিব্যয়ী; অপব্যয়ী; মুক্তহস্ত) শব্দটির অর্থ প্রকাশ পায় wasteful (অপচয়ী; অপব্যয়ী) দ্বারা। Violate অর্থ লঙ্ঘন করা, patriot অর্থ দেশপ্রেমিক আর pastoral অর্থ মেষপালক ও পল্লীজীবনবিষয়ক।
16046. Find out the odd pair:
Dance, Restaurant
Teacher, Student
Book, Sandwich
Music, Audience
ব্যাখ্যা: Hints: Option-গুলোর মধ্যে odd pair হলো Book (বই), Sandwich (মধ্যখানে মাংস ইত্যাদি দেয়া দুই খণ্ড মাখনমাখা রুটি)। তাছাড়া অন্য pair-গুলোর শব্দের মাঝে সম্পর্ক রয়েছে।
16047. Initial
প্রারম্ভিক
তাড়াতাড়ি
কান্না
হ্রদ
16048. Choose the pair that expresses a relationship similar to that in the original pair. jibe: praise::-: enlighten
jib
worship
delude
wed
16049. The correct antonym of 'spurious' is-
cautious
modest
fantastic
genuine
ব্যাখ্যা: Hints: Spurious (ভেজাল; মেকি) এর বিপরীত শব্দ হলো genuine (খাঁটি; ভেজালমুক্ত)। Cautious অর্থ সচেতন, fantastic অর্থ উদ্ভট আর modest অর্থ নয়; ভদ্র।
16050. Someone who is not strong is vulnerable. Which of the followings most appropriate replacement of underlined word of vulnerable---
Muscular
Weak
Pale
Raced
ব্যাখ্যা: Hints: Viilnerable (ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; অরক্ষিত)-এর সমার্থক শব্দ হলো weak (দুর্বল)।
16051. The antonym of the word 'baddy'.
Well
Evil
Satanic
Goody
ব্যাখ্যা: Hints: Baddy (খারাপ ব্যক্তি) এর বিপরীত শব্দ হলো Goody (ভালো ব্যক্তি)।
16052. 'Zenith' এর antonym-
final
top
doubt
lowest point
ব্যাখ্যা: Hints: Zenith- চরম অবস্থা বা সর্বোচ্চ স্থান। অন্যদিকে final- চূড়ান্ত বা শেষ; top উপর, শীর্ষ; doubt সন্দেহ, সংশয়; lowest point- সর্বনিম্ন অবস্থা। সুতরাং Zenith-এর antonym বা বিপরীত শব্দ হলো lowest point।
16053. Find out the odd pair:
Happy, Pleased
Short-Long
Correct, Wrong
Accept, Reject
ব্যাখ্যা: Hints: Option-গুলোর মাঝে আলাদা জোড়া শব্দ হলো happy (সুখী), pleased (সন্তুষ্ট)। কারণ এটি জোড়া সমার্থক শব্দ কিন্তু অন্য জোড়াগুলো বিপরীতার্থক। Accept (গ্রহণ করা), reject (বাতিল করা), short (খাটো), long (দীর্ঘ), correct (সঠিক), worng (ভ্রান্ত)।
16054. Vital
স্থায়ী
প্রকাণ্ড
অত্যাবশ্যক
উৎফুল্ল
16055. Choose the pair that expresses a relationship similar to that in the original pair-Hidebound: Flexibility.
Destined: Opportunity
Concrete: Tangibility
Mercurial: Stability
Concealed: Determination
16056. Seldom
মহান
বাস্তব
জোরে
কদাচিৎ
16057. Conflict may be described as:
Harmony
Homogenous
Disagreement
Homologous
ব্যাখ্যা: Hints: Conflict (দ্বন্দু, সংঘাত, বিরোধ) শব্দটিকে বর্ণনা করা যেতে পারে disagreement (মতভেদ, ছোট কলহ) হিসেবে। তাছাড়া harmony অর্থ মিল, homogenous অর্থ সমজাতীয় আর homologous অর্থ সদৃশ।
16058. Weep
ঝেড়ে ফেলা
বিরাট
কান্না
প্রাবন্ধিক
16059. Venerate: Worship :: Extol:?
Glorify
Compliment
Homage
Recommend
16060. Fever
জ্বর
সাহায্য
অনুদান
কঠিন