Image
MCQ
261. স্থির তরলে খাড়াভাবে ডুবন্ত একটি তলের উপর Centre of pressure- এর অবস্থান-
ডুবন্ত তলের Centroid-এ
সর্বদাই তলের Centroid-এর উপরে
সর্বদাই তলের Centroid-এর নিচে
উপরের কোনোটিই নয়
262. পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ –
কমে
স্থির থাকে
বাড়ে
উপরের কোনোটিই নয়
263. Pitot tube দিয়ে কী মালা হয়?
Stagnation point-এর বেগ
Stagnation pressure
Static pressure
Dynamic pressure
264. কোন প্রবাহের Reynolds নাম্বার ২১৫০ হলে, তা কী ধরনের প্রবাহ?
ক্রিটিক্যাল
ফ্রো ল্যামিনার
অবাধ্য/টার্বুলেন্ট
সুটিং
265. কোনো বস্তুর অবস্থানের কারণে যে Energy উৎপন্ন হয়, তার নাম-
Kinetic energy
Potentiel energy
Electrical energy
Chemical energy
266. এক বায়ুমন্ডলীয় চাপ সমান—
১৪.৭ কেজি/সেমি^2
১ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
১.০৩৩ কেজি/সেমি^2
268. একটি ৪০ মিমি ব্যাসের পাইপের মধ্য দিয়ে ৩.৪ কিলো প্যাসকেল চাবে ১.৫ মি/সে. বেগে পানি প্রবাহিত হয়। যদি পাইপের ডেটাম হেট ৭.০ মিটার হয়, তবে প্রবহের মোট শক্তি বা হেড কত মিটার?
6.56 m
5.23 m
7.47m
8.33m
269. Piezometer দিয়ে তরল পদার্থের যে Pressure মাপা হয়, তা হলো-
Atmospheric pressure
Gauge pressure
Absolute pressure
Vacuum pressure
270. IC ইঞ্জিনের জ্বালানি দহন ঘটে—
সিলিন্ডারের বাহিরে
সিলিন্ডারের অভ্যন্তরে
কোথাও দহন ঘটে না
কোনোটিই নয়