Image
MCQ
9021. বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী নামে পরিচিত?
বঙ্গবাসী
বাঙালি
বাঙ্গাল
বাংলাদেশি
9022. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে?
৪ নম্বর
৫ নম্বর
৬ নম্বর
৩ নম্বর
9023. ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ঢাকায়
লাহোরে
করাচিতে
নারায়নগঞ্জে
9024. আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল?
প্রচন্ড গণমান্দোলনের জন্য
দয়াপরবশ হয়ে
বিচারকের মৃত্যুর ফলে
অভিযোগ প্রমাণিত না হওয়ায়
9025. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হবেন?
৬(১)
৬(২)
9026. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
মাওলানা ভাসানী
মুজফফর আহমদ
সোহরাওয়ার্দী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
9027. বাঙালি জাতির মুক্তি সনদ হলো---
ছয় দফা
এগারো দফা
৭ মার্চের ভাষণ
২১ দফা
9028. ছয় দফা দাবি কে উত্থাপন করেন?
মাওলানা ভাসানী
মুজফফর আহমদ
সোহরাওয়ার্দী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
9029. কোন সালে আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল?
১৯৬৫
১৯৬৬
১৯৬৭
১৯৫৫
9030. জোহা দিবস কোনটি?
১৪ নভেম্বর
১৮ ফেব্রুয়ারি
১৮ ডিসেম্বর
১৮ মার্চ
9031. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? / বাংলাদেশের জাতীয়তা কোনটি?
বাংলা
বাঙালি
বাংলাদেশের বাঙালি
বাংলাদেশি
9032. 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' এই ঘোষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
৫(২)
৭(১)
১৫(৩)
২৯(১)
9033. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় ---
২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
২০ মার্চ, ১৯৬৮
৫ ডিসেম্বর, ১৯৬৮
১৮ ফেব্রুয়ারি, ১৯৭০
9034. ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?।
২১ ফেব্রুয়ারি, ১৯৫৪
২২ মার্চ, ১৯৫৮
২০ এপ্রিল, ১৯৬২
২৩ মার্চ, ১৯৬৬
9035. 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' এই মামলা থেকে কবে সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়?
২২ এপ্রিল, ১৯৬৮
২২ জানুয়ারি, ১৯৭০
২২ মার্চ, ১৯৬৭
২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
9036. "স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে?
মুনাল হক
কনক জুমার পাঠক
গোপাল চন্দ্র পাল
নিতুন কুন্ডু
9037. ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
ছয় দফা কর্মসূচি: বাঙালির দাবি
ছয় দফাঃ আমাদের সংগ্রামের দাবি
ছয় দফা:পূর্ব বাংলার বাঁচার অধিকার
ছয় দফা:আমাদের বাঁচার দাবি
9038. শামসুজ্জোহার প্রতিকৃতির আদলে তৈরি "স্ফুলিঙ্গ ভাস্কর্যটি কোথায়?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
9039. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
বিল অব রাইটস
ম্যাগনাকার্টা
পিটিশন অব রাইটস
মুখ্য আইন
9040. কোন অনুচ্ছদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
৭(ক)
৭(খ)