EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10661. What is the antonym of 'Obscure'?
Implicit
Obnoxious
Explicit
Pedantic
ব্যাখ্যা: Hints: Obscure (অস্পষ্ট, আবছা)-এর বিপরীত শব্দ হলো Explicit (পরিষ্কারভাবে প্রকাশিত, সুনির্দিষ্ট)। তাছাড়া Implicit অর্থ অন্তর্নিহিত, Obnoxious অর্থ নোংরা বা অত্যন্ত আপত্তিকর আর Pedantic অর্থ পণ্ডিত মনোভাবসুলভ।
10662. The antonym for 'clandestine' is
revealed
covert
secret
concealed
10663. Antonym of 'Tedious' is-
Boring
Tiresome
Refreshing
Dull
ব্যাখ্যা: Hints: Tedious (ক্লান্তিকর, অনাকর্ষণীয়)-এর বিপরীত শব্দ হলো refreshing (সতেজ করে এমন, তরতাজা)। অন্যদিকে Boring, Tiresome এবং Dull অর্থ বিরক্তিকর, অনাকর্ষণীয় যা প্রদত্ত শব্দের সমার্থক।
10664. What is the antonym for 'opacity'?
opaqueness
density
transparency
obscurity
10665. What is the antonym of the word INTRICATE:
Complicated
Opaque
Sophisticated
Simple
ব্যাখ্যা: Hints: Intricate (জটিল; দুর্বোধ্য)-এর বিপরীত শব্দ হলো simple (সরল)। Option-এর বাকি তিনটি শব্দ complicated, opaque এবং sophisticated হলো intricate-এর সমার্থক শব্দ।
10666. Hybrid also means
Unusual
Hackneyed
Pedigreed
Crossbred
ব্যাখ্যা: Hints: Hybrid (সংকর বা দোআঁশলা)-এর সমার্থক অর্থ প্রকাশ করে Crossbred (সংকর, সংকরজাত)। তাছাড়া Unusual অর্থ অস্বাভাবিক, Hackneyed অর্থ গতানুগতিক আর Pedigreed অর্থ কুলপরিচয়সম্পন্ন।
10667. What is the antonym of the word HOMOGENEOUS:
Unattainable
Diversified
Obsequious
Glorious
ব্যাখ্যা: Hints: Homogeneous শব্দের অর্থ সমপ্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; সমজাতীয়, যার বিপরীত শব্দ diversified। Diversified-এর অর্থ বিভিন্ন প্রকৃতির অংশসমূহ নিয়ে গঠিত; বিচিত্র। অন্যদিকে unattainable অর্থ অবনি করা যায় না এমন, Disequiones অর্থ চাটুকার এবং glorious অর্থ মহিমান্বিত।
10668. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy.
chains
conditions
fetters
all of the above
10669. What is the synonym word of AUGUST:
Common
Ridiculous
Dignified
Petty
ব্যাখ্যা: Hints: August (সুমহান)-এর একই অর্থবোধক শব্দ হলো dignified (মহান; মহামহিম)। অন্যদিকে common অর্থ সাধারণ, ridiculous অর্থ হাস্যকর এবং petty অর্থ ক্ষুদ্র: তুচ্ছ।
10670. The constant pursuit of truth'. The underlined word means-
Search
Light
Journey
Flower
10671. What is the synonym of 'Benefit.
injury
favour
drawback
rational
10672. Synonym of 'Apex' is-
Base
Zenith
Bottom
Low
ব্যাখ্যা: Hints: Apex (শীর্ষ, চূড়া)-এর সমার্থক শব্দ হলো Zenith ( সর্বোচ্চ চূড়া)।
10673. What is the antonym of the word 'repeal"?
rescind
abrogate
gladden
sanction
ব্যাখ্যা: Hints: Repeal (বাতিল করা; প্রত্যাহার করা)-এর বিপরীত শব্দ sanction (অনুমোদন দেয়া)। Option-এর বাকি তিন শব্দ rescind-(আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা, abrogate বাতিল করা, gladden- সন্তুষ্ট করা।
10674. What is the synonym word of DISSEMINATE:
Dedicated
Circulate
Eliminate
Decorate
ব্যাখ্যা: Hints: Disseminate অর্থ ধারণা, তত্ত্ব ইত্যাদি প্রচার করা যার সমার্থক শব্দ circulate / Decorate অর্থ সজ্জিত করা, delicated অর্থ সুকুমার; কোমল এবং eliminate অর্থ বর্জন করা।
10675. What is the antonym of the word ARTICULATE:
Friendship
Clearly
Enunciate
Mumble
ব্যাখ্যা: Hints: Articulate শব্দের অর্থ স্পষ্টভাবে উচ্চারণ করা, যার (অস্পষ্টভাবে কথা বলা)। Friendship বন্ধুত্ব, clearly-স্পষ্টভাবে এবং enunciate- বিপরীত শব্দ mumble স্পষ্টভাবে উচ্চারণ করা।
10676. What is the synonym of the word 'intimidate'?
frighten
conflate
disintegrate
integrate
ব্যাখ্যা: Hints: Intimidate (ভীতিপ্রদর্শন করা)-এর একই অর্থবোধক শব্দ হলো frighten Conflate অর্থ একত্র করা, integrate অর্থ সমগ্রতাসাধন করা আর disintegrate অর্থ নানা অংশে বিভক্ত করা।
10677. The antonym of 'Elegant' is:
Eulogy
Pendant
Awkward
Egotistical
ব্যাখ্যা: Hints: Elegant (রুচিশীল; অভিজাত)-এর বিপরীত শব্দ হলো awkward (বিব্রতকর; নাজুক; বেঢপ)। Eulogy শব্দের অর্থ উচ্চপ্রশংসা; Pendant শব্দের অর্থ কর্ণকুণ্ডল বা দুল এবং Egotistical শব্দের অর্থ আত্মশ্লাঘাপূর্ণ বা আত্মজ্ঞবি।
10678. Unfortunately, their house- while they were at the restaurant celebrating their anniversary.-
got burgled
went burgled
burgled
had burgled
ব্যাখ্যা: Their house বাক্যে থাকায় বাক্য passive voice এ হবে কেননা ডাকাতি ডাকাত কর্তৃক সম্পন্ন হয় কিন্তু option এ got burgled ছাড়া passive structure এ নেই। Got burgled যোগে বাক্যটির বাংলা: দুর্ভাগ্যক্রমে রেস্টুরেন্টে বার্ষিকী উৎ্যাপন কালীন সময়ে তাদের বাড়ি ডাকাতি হয়েছিল।
10679. What does the word 'Crimson' mean?
clean
glorify
red
Green
ব্যাখ্যা: Hints: Crimson শব্দটির অর্থ গাঢ় লাল বা টকটকে লাল অর্থাৎ red/
10680. What is the antonym of 'Honorary'?
Official
Honorable
Salaried
Literary
ব্যাখ্যা: Hints: Honorary অবৈতনিক)-এর বিপরীত শব্দ হলো Salaried (বেতনভুক্ত)। তাছাড়া official অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্বপ্রসূত, honorable অর্থ সম্মানিত আর literary অর্থ সাহিত্যবিষয়ক।