EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11241. What is the antonym of 'Apex?
top
base
peak
pinnacle
ব্যাখ্যা: Hints: 'Apex' শব্দের অর্থ চূড়া বা শীর্ষ। top অর্থ শীর্ষ, peak অর্থ শীর্ষ, pinnacle অর্থ শীর্ষ, base অর্থ ভিত্তি। অতএব, 'Apex' শব্দের antonym বা বিপরীত শব্দ base।
11242. Which one is a synonym for 'prohibit?
forbit
order
support
protest
ব্যাখ্যা: Hints: Prohibit অর্থ বাধা দেয়া; নিষেধ করা আর protest অর্থ আপত্তি করা। সুতরাং Prohibit-এর সমার্থক শব্দ protest Forbit বলে কোনো শব্দ নেই। যদি forbid (নিষেধ করা) হতো তাহলে forbiul সমার্থক শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য হতো।
11243. 'Renaissance' means
the revival of learning
revival of life
revival of humanrights
revival of medieval spirit
ব্যাখ্যা: Hints: Renaissance' শব্দের অর্থ শিল্প ও সাহিত্যের পুনঃজাগরণ। Options গুলোর মধ্যে revicail of learning এর অর্থ জ্ঞান, বিদ্যা বা পাণ্ডিত্য-এর পুনঃজাগরণ। Revival of human rigists অর্থ মানবাধিকারের পুনঃজাগরণ। Revival of life-এর অর্থ জীবনের পুনঃজাগরণ এবং revival of medieval spirit অর্থ মধ্যযুগীয় চেতনার জাগরণ।
11244. Which one is a synonym for 'random'?
choosy
essential
specific
arbitrary
ব্যাখ্যা: Hints: Random (এলোমেলো)-এর synonym হলো arbitrary ।
11245. The word 'electorate' means-
election
a body of voters
candidates
election officer
11246. Which one is an antonym for 'lunatic"?
sane
crazy
lazy
plain
ব্যাখ্যা: Hints: Lunatic (পাগল)-এর antonym হলো sane (সুস্থ)। অপরদিকে crazy অর্থ পাগল; lazy অর্থ অলস আর plain অর্থ সাদাসিধে।
11247. Another word for prejudice is
fear
disease
loneliness
bigotry
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options-এর মাঝে fear অর্থ ভয় বা ভীতি, disease-অর্থ রোগ, (গ) loneliness অর্থ একাকিত্ব এবং bigotry অর্থ পক্ষপাতদুষ্টতা। বাক্যে দেয়া শব্দ Prejudice এর অর্থ পক্ষপাতদুষ্টতা। সুতরাং Prejudice শব্দের অর্থ bigotry।
11248. Which one is antonym for 'hate'?
admire
abhor
concem
loathe
ব্যাখ্যা: Hints: Hate (ঘৃণা করা)- এর বিপরীত শব্দ admire (প্রশংসা করা)। অন্যদিকে abiair এবং loathe উভয়ের অর্থ ঘৃণা করা আর concern অর্থ উদ্বিগ্ন করা বা হওয়া।
11249. What does 'apartheid' refer to?
apart
distance
discrimination
dialogue
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে apart শব্দের অর্থ দূর, distance অর্থ দূরত্ব discrimination অর্থ বৈষম্য এবং dialogue অর্থ সংলাপ। 'apartheid' শব্দের অর্থ বৈষম্য।
11250. What is the meaning of the word 'Viva voce'?
face to face
examination
interview
orally
11251. Somebody - my book last day.
stealed
stolen
steals
stole
11252. The word 'tragic' means-
pathetic
sympathetic
pleasing
good luck
ব্যাখ্যা: Hints: Tragic (মর্মান্তিক) এর একই অর্থবোধক শব্দ হলো pathetic (করুণ; মর্মস্পশী)। আর অন্য তিনটি শব্দের অর্থ সহানুভূতিশীল (sympathetic); মনোরম, প্রীতিকর (pleusing); সৌভাগ্য (good luck)।
11253. What is the meaning of the word 'supersede'?
go faster
move very fast
to take the place of something or somebody
suppress
ব্যাখ্যা: Hints: Supersede শব্দের অর্থ কোনো ব্যক্তি বা বন্ধুর স্থান অধিকার করা অর্থাৎ to take the place of something or somebody
11254. They reached the airport after the flight -.
left
has left
has been left
had left
ব্যাখ্যা: After যুক্ত দুটি clause-এর একটি past indefinite আর পূর্বে সংগঠিত clause টি past perfect tense-এ হয়। তাই past perfect tense অনুযায়ী সঠিক expression had left.
11255. The word 'reliance' means-
Independence
sub-ordination
disbelief
dependence
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options-এর মধ্যে independence অর্থ স্বাধীনতা, sub-ordination অর্থ অধীনতা, disbelief অর্থ বিশ্বাসহীনতা। dependence অর্থ নির্ভরতা। Reliance অর্থ ভরসা বা নির্ভরতা।
11256. The train left after I (reach) the station.
reached
had reached
reach
was reached
11258. When I saw the vase in the shop window, I knew I was exactly what I-.
have looked for
looked for
look for
had been looking for
ব্যাখ্যা: What পরবর্তী clause টি past perfect continuous tense-এ হবে। কারণ একটি নির্দিষ্ট সময় ধরে কাজটি চলছিল। তাই সঠিক বাক্যাংশ হলো had been looking for .
11259. Nipun has lost her passport again. It's the second time this -
happened
has happened
happens
had happened
11260. 'Handy' is the synonym of-
comfortable
convenient to use
useful
necessary
ব্যাখ্যা: Hints: 'Handy' শব্দের অর্থ সুবিধাজনক, দরকারি। প্রদত্ত চারটি options-এর মধ্যে comfortable অর্থ আরামদায়ক, useful অর্থ উপযোগী convenient to use অর্থ ব্যবহার করতে সুবিধাজনক এবং necessary- এর অর্থ প্রয়োজনীয়।