EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
11581. Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS.
spurious
toxic
lethal
harmless
ব্যাখ্যা: Hints: Deleterious-ক্ষতিকর। Option সমূহের মধ্যে Toxic- বিষাক্ত, spurious-কৃত্রিম, মিথ্যা, harmless অহিংস, যা ক্ষতি করে না, lethal মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিক থেকে deleterious এবং harmless পুরোপুরি opposite বা বিপরীতার্থক।
11582. A chart was appended to the report. Here 'appended' means-
changed
removed
joined
shortened
ব্যাখ্যা: Hints: Append শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর synonyms associutte. connect, join, engage ইত্যাদি।
11583. The nosed word mbahaka city has increased exponentially. Here the underlined word means-
rapidly
amazingly
shockingly
steadily
ব্যাখ্যা: Hints: Exponentially শব্দের অর্থ (গতি বা বৃদ্ধির ক্ষেত্রে) দ্রুত। Option গুলোর মধ্যে amazingly অর্থ বিশ্বয়করভাবে; steadily স্থিরভাবে; shockingly- জঘন্যভাবে, শ্রীতিজনকভাবে এবং rapidly- দ্রুতভাবে। সুতরাং exponentially শব্দের অর্থ rapidly।
11584. 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
দিলওয়ার
শহীদ কাদরী
শামসুর রাহমান
মহাদেব সাহা
11585. What would be the right antonym for 'initiative'?
indolence
enterprise
activity
apathy
ব্যাখ্যা: Hints: Initiative অর্থ পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। Option গুলোর মধ্যে apathy-অর্থ অনীহা, অনাগ্রহ; indolence অলসতা; enterprise-প্রারম্ভ, উদ্যোগ এবং activity অর্থ কার্যকারিতা, সক্রিয়তা। Initiative এর antonym হিসেবে apathy ও indolence হতে পারে।
11586. 'এলাটিং বেলাটিং' কার লেখা বই?
ফয়েজ আহমেদ
সুকুমার রায়
ফররুখ আহমদ
শামসুর রাহমান
11587. কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
রৌদ্র করোটিতে
বন্দী শিবির থেকে
নিজ বাসভূমে
বন্দীর বন্দনা
11588. 'Venerate' means-
defame
respect
accuse
abuse
ব্যাখ্যা: Hints: Venerate - অর্থ শ্রদ্ধা করা, করা; abuse গালি দেয়া; respect venerate-এর অর্থ হচ্ছে respect। সম্মান করা। Option গুলোর মধ্যে defame নিন্দা সম্মান করা এবং accuse- দোষারোপ করা।
11589. কবি শামসুর রাহমানের 'আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি' প্রকাশিত হয় কত সালে?
১৯৭৪ সালে
১৯৮২ সালে
১৯৯৫ সালে
১৯৯০ সালে
11590. The new offer of job was alluring. Here 'alluring' means-
unexpected
disappointing
tempting
ordinary
ব্যাখ্যা: Hints: Alluring-লোভনীয়। অন্য option-গুলোর মধ্যে unexpected অপ্রত্যাশিত, tempting- প্রলুব্ধকর/লোভনীয়, disappointing- হতাশাজনক, ordinary- সাধারণ।
11591. Give the antonym of the word 'transitory'.
temporary
permanent
transparent
short-lived
ব্যাখ্যা: Hints: Transitory অর্থ ক্ষণস্থায়ী। Option-গুলোর মধ্যে temporary, transparent short-lived-এর অর্থ ক্ষণস্থায়ী, স্বল্পকালীন এবং permanent অর্থ স্থায়ী। সুতরাং transitory-এর antonym হচ্ছে permanent
11592. I reached the station after the train (to leave).
I reached the station after the train has left.
I reach the station after the train has been left.
I reached the station after the train left.
I reached the station after the train had left.
ব্যাখ্যা: After conjunction দ্বারা যুক্ত দুটি clause এর একটি past indefinite আর অপরটি past perfect tense এ হয়। Past Indefinite tense যুক্ত clause টি দেয়া থাকায় অপর clause টির verb past perfect tense অনুযায়ী হবে। সুতরাং সঠিক বাক্য I reached the station after the train had left .
11593. He found the gold coin- the floor
as he had cleaned
while he cleans
which he is cleaning
while cleaning
ব্যাখ্যা: একটি কাজ চলার সময় যে কাজটি চলছিল সেটি Past continuous tense বা while + verb + ing যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানে while cleaning বসবে। while cleaning যোগে বাক্যটির বাংলা: মেঝে পরিষ্কারের সময় সে একটি স্বর্ণমুদ্রা পেল।
11594. I - here since 2012.
have been living
lived
live
am living
ব্যাখ্যা: কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকলে ঐ বাক্যটি present perfect continuous tense এ ব্যবহত হয়। উক্ত tense-এর গঠন হলো sub + have/has + been + verb + ing + since/for+ time। সুতরাং শূন্যস্থানে have been living .
11595. The present verb form of the word 'sworn' is:
swore
swor
swered
swear
ব্যাখ্যা: Sworn -এর present form হলো swear (শপথ নেয়া)।
11596. The past participle form of the verb 'Fell' is-
felt
fallen
felled
fled
ব্যাখ্যা: Fell (কেটে ফেলা) শব্দটির past participle হলো felled।
11597. She has been ill - Friday last.
from
on
in
since
ব্যাখ্যা: নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাতে Present perfect continuous tense বা be verb-এর ক্ষেত্রে present perfect tense এ হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়।
11598. Which do you think is the nearest in meaning to 'proviso':
sanction
directive
substitute
stipulation
ব্যাখ্যা: Hints: Proviso অনুবিধি/শর্ত। অন্য option গুলোর মধ্যে sanction- অনুমোদন; substitute- বিকল্প; stipulation-পণ, মুক্তিপণ, শর্ত; directive নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে 'proviso' ও 'stipulation' কাছাকাছি।
11599. 'স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা' কথাটি কার রচনা?
রফিক আজাদ
কামিনী রায়
প্রেমেন্দ্র মিত্র
শামসুর রাহমান
11600. Which one is the correct antonym of 'frugal'?
Extraordinary
spendthrift
economical
authentic
ব্যাখ্যা: Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সঠিক antonym হলো spendthrift (অমিতব্যয়ী, অপব্যয়ী)। তাছাড়া extraordinary শব্দের অর্থ অসাধারণ, economical অর্থ মিতব্যয়ী, হিসাবি যা frugal- এর সমার্থক আর authentic শব্দের অর্থ খাঁটি, অকৃত্রিম।