MCQ
11741. 'লাঠালাঠি' কোন সমাস?
প্রাদি সমাস
ব্যতিহার বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
11742. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
চিরসুখ
সুগন্ধি
খেয়াঘাট
আজীবন
11743. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
রাখালী
এক পয়সার বাঁশি
বালুচর
ধানক্ষেত
11744. Field of the Embroidery Quilt কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?
সোজন বাদিয়ার ঘাট
রঙিলা নায়ের মাঝি
নক্সী কাঁথার মাঠ
রাখালী
11745. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
11746. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
একাদশ (একা অধিক দশ)
হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
মানানের অভাব (বেমানান)
দুঃখাতীত (দুঃখকে অতীত)
11747. পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
11748. . 'খোশমেজাজ' যে ধরনের সমাসের উদাহরণ-
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
11749. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি 'ব্যতিহার বহুব্রীহি'র উদাত্রণ?
দশহাতি
হাতাহাতি
দশানন
দ্বিপদ
11750. 'সোজন বাদিয়ার ঘাট' রচয়িতা কে?
শামসুর রাহমান
ড. শহীদুল্লাহ
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
11751. জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
বালুচর
ধানক্ষেত
রাখালী
মাটির কান্না
11752. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য, তাকে কোন সমাস বলে?
অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
11753. 'গোঁফখেজুরে' কোন সমাস?
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
11754. ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
কোলে কোলে যে মিলন = কোলাকুলি
অক্ষির অগোচরে = পরোক্ষ
হাতে চালানো পাখা = হাতপাখা
ঘঋণ থেকে মুক্ত = ঋণমুক্ত
11755. . 'বীণাপাণি' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
11756. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
বীণাপাণি
চৌরাস্তা
বনস্পতি
সিংহাসন
11757. 'রঙিলা নায়ের মাঝি' এর লেখক হলেন-
জসীমউদ্দীন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ফররুখ আহমদ
অতুল প্রসাদ
11758. 'কানাকানি' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
অলুক বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
সপ্তমী তৎপুরুষ
11759. 'নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
11760. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
সোজন বাদিয়ার ঘাট
বালুচর
নক্সী কাঁথার মাঠ
রাখালী