Image
MCQ
1302. কোনটি নোবেল গ্যাস নয়?
আর্গন
হিলিয়াম
ওজন
নিয়ন
1303. অ্যান্টিবায়েটিক কাদের উপর কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না?
ব্যাকটেরিয়া
ছত্রাক
শৈবাল
ভাইরাস
1304. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়
৯.০ kcal
৯.৮ kcal
৯.৩ kcal
৯.৬ kcal
1305. ক্লোরোফিলে কোন মৌলটির উপস্থিতি বিদ্যমান?
K
Ca
Mg
Na
1306. কোনটি মানবদেহের জন্য ভাল কোলেস্টেরল?
HDL
VLDL
LDL
TG
1307. চেহারা দেখার জন্য যে দর্পণটি ব্যবহৃত হয় সেটি হলো একটি-
উত্তল দর্পণ
অবতল দর্পণ
সমতল দর্পণ
উভোত্তল দর্পণ
1308. স্পিরলিনা কী?
ছত্রাক
শৈবাল
ব্যকটেরিয়া
ভাইরাস
1309. আমরা যখন কথা বলি তখন শব্দশক্তি রূপান্তরিত হয়-
তড়িৎ শক্তিতে
যান্ত্রিক শক্তিতে
আলোক শক্তিতে
গতি শক্তিতে
1310. কোনটি লিপিডের বৈশিষ্ট্য নয়?
এটি বর্ণহীন
এটি গন্ধহীন
এটি স্বাদহীন
এটি পানিতে অদ্রবনীয়
1311. দেহের প্রধান সৈনিক হিসেবে কাজ করে কোনটি?
অ্যান্টিজেন
এ্যান্টিবডি
প্রোটিন
রক্ত
1312. কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগের সৃষ্টি করে?
ব্যকটেরিয়া
ভাইরাস
সিজেলা
জিয়াডিয়া
1313. দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন-
পিয়ারে কুরি
মাদাম কুরি
লুইপান্তর
রোনাল্ড রস
1314. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
1315. কোনটি বলের একক নয়?
ডাইন
নিউটন
পাউন্ডাল
জুল
1316. কোনটি মিশ্র পদার্থ বলা হয়?
লবণ
পানি
কার্বনডাই-অক্সাইড
বায়ু
1317. ইনসুলিন মানবদেহের কোন অংশ হতে নিঃসৃত হয়?
যকৃত
অগ্ন্যাশয়
পাকস্থলি
ক্ষুদ্রাস্ত্র
1318. পৃথিবীর মুক্তি বেগ ∨ হলে, যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে?
4V
2V
V
1/2 V
1319. একটি গতিশীল বস্তুর বেগ 2ms' এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
0.5 kg
1 kg
1.5 kg
2 kg
1320. কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?
লাল
নীল
বেগুনী
সবুজ