Image
MCQ
13621. 'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে-
খুব
গভারহীন
বেশী ওজন
বেশী
13622. 'আমি', 'আমরা' এগুলো কোন সর্বনাম পদ?
অস্তিবাচক
ব্যতিহারিক
ব্যক্তিবাচক
সাকুল্যবাচক
13623. পারস্পারিক সর্বনাম কোনটি?
যেমন-তেমন
নিজে
নিজেরা-নিজেরা
সকলে
13624. 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে'-এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?
অসমাপিকা
দ্বিকর্মক
সমাপিকা
প্রযোজক
13625. 'নানী নাতিকে চাঁদ দেখাচ্ছেন'- এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা?
নানী
নাতি
চাঁদ
দেখাচ্ছে
13626. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
মাথা ঝিম ঝিম করছে
তোমার পরিশ্রমের ফল ফলেছে
মা শিশুটিকে হাসান
শিশুটি কাঁদে
13627. 'তুমি এত নীচ' বাক্যটিতে প্রকাশ পেয়েছে-
ঘৃণা
লজ্জা
বিরক্তি
অবজ্ঞা
13628. 'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
করিয়েছিলাম
করেছিলে
করতে
করালাম
13629. ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
প্রত্যয়
অনুসর্গ
বিভক্তি
উপসর্গ
13630. রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখা চিহ্নিত কোন ধরনের অব্যয় নির্ণয় করুন?
সমুচ্চয়ী
সমুচ্চয়ী বিয়োজক
অনন্বয়ী
সমুচ্চয়ী সংকোচক
13631. 'মরি। মরি। কী সুন্দর প্রভাতের রূপ'- এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?
যন্ত্রণা
সম্মতি
বিরক্তি
উচ্ছ্বাস
13632. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি'- এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?
সমাপিকা
প্রযোজক
দ্বিকর্মক
অসমাপিকা
13633. . 'ছি! ছি! তুমি এত খারাপ।' এখানে 'ছি! ছি! কী অর্থ প্রকাশ করেছে?
ভাবের গভীরতা
ভাবের ধারাবাহিকতা
পৌনঃপুনিকতা
অনুভুতি ভাব
13634. নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
আমি বই পড়ছি
সে ঘুমায়
ছেলেরা মাঠে খেলছে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
13635. 'তাকে আসতে বললাম, তবু এলো না'- কীসের উদাহরণ?
অনুসর্গ
আবেগ
নির্দেশক
যোজক
13636. একটি বাক্য এর সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো--
বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
অব্যয়
13637. 'এখন গোল্লায় যাও'- এটি কোন ক্রিয়ার উদাহরণ?
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
ণিজন্ত ক্রিয়া
নামধাতুর ক্রিয়া
13638. নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়?
আত্মবাচক
সাপেক্ষবাচক
ব্যতিহারিক
পূরণবাচক
13639. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি'- এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ?
প্রযোজক ক্রিয়া
যৌগিক ক্রিয়া
অনুক্ত কর্ম
সমধাতুজ কর্ম
13640. যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হলো-
ধীরে চলা
চুপ করা
হেসে ওঠা
কথা বলা