MCQ
1501. সমার্থক শব্দ যোগে দ্বিরুক্তি হয়েছে কোনটি?
ভাল-মন্দ
তোড়-জোড়
ধন-দৌলত
আমার-ফকির
1502. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
২১ ফেব্রুয়ারি ১৯৯৯
১৭ নভেম্বর ১৯৯৯
১৯ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০০
1503. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
১২
১৪
১৫
৯
1504. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
শামীম শিকদার
হামিদুর রহমান
মৃণাল হক
কামরুল হাসান
1505. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
1506. কোনটি অব্যয়বাচক দ্বিরুক্তির উদাহরণ?
ভারা ভারা
ছম ছম
হাতে নাতে
নেই নেই
1507. 'ডেকে ডেকে হয়রান হয়েছি' এখানে 'ডেকে ডেকে' দ্বিরুক্তিটি কোন অর্থে?
স্বল্পকাল স্থায়ী
অস্থিরতা
দীর্ঘকাল স্থায়ী
পৌনঃপুনিকতা
1508. 'জ্বর' এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
জারি
বিকার
জ্বর
ব্যাধি
1509. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
কক্সবাজার
নোয়াখালী
কুমিল্লা
ভোলা
1510. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
গৌড়
পুণ্ড
সমতট
হরিকেল
1511. ৬*১/৬ মুনাফা হারে কত সময়ে ৯৬ টাকার মুনাফা ১৮ টাকা হবে?
২ বছরে
২*১/২ বছরে
৩ বছরে
৪ বছরে
1512. 6+12+18+24+ …….. + ধারাটির প্রথম 10টি পদের যোগফল কত?
320
325
340
330
1513. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
অতিশয্য
আধিক্য
শূন্য
1514. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো-আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে-যাবে
লাল- লাল ফুল
1515. নিচের কোনটি যুগ্মরীতি দ্বিরুক্ত শব্দ?
বই-টই
আয়-ব্যয়
ঝম্-ঝম
ঠাঠা
1516. A = {a, b, c} এর P(A) তে কতটি উপাদান থাকবে?
৫টি
৬টি
৯টি
৮টি
1517. x²-4x + 1 = 0 হলে, x (x²-3x+1) এর মান কত?
1
2
4
1518. 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলামের এর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী
বিষের বাঁশি
সিন্দু হিন্দোল
অগ্নিবীণা
1519. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
1520. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয়-শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ