MCQ
1. একটি খাড়া দেয়ালের এক ধরনের তরলের চাপে একটি পার্শ্ব সংযুক্ত আছে। যদি আপেক্ষিক চাপ W এবং তরলের উচ্চতা H তবে একক দৈর্ঘ্যের মোট চাপ-
WH
wH²/2
wH/2
wH³/2
2. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুন। দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত?
৩৯
৯৩
৩১
১৩
3. একটি ৪০ সস ব্যাসের অরিফিসের মধ্য দিয়ে জেট নির্গমন হচ্ছে, য়ার ভেনাকন্ট্রাকটাতে ব্যাস ৪০ এমএম কোন ইফিসিয়েন্ট অব কন্ট্রাকশন
১
০.৪৬
০.৬৪
০.৭৮
4. সমুদ্র লেভেলে অ্যাটমোসফিয়ারিক প্রেসার কত?
103KN/m2
10.3 m of water
760 m of mercury
সব কটি
5. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪,৫,ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
৬/২০ অংশ
৭/ ২০ অংশ
৮/২০ অংশ
৯/২০ অংশ
6. ২১.৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধণ কত?
৩২৫ টাকা
৪২৫ টাকা
৬২৫ টাকা
৫২৫ টাকা
7. গান মেটালের প্রধানত উপাদান কী?
সীসা
দস্তা
তামা
নিকেল
8. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রনের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?
৭০ লিটার
৬০ লিটার
৮০ লিটার
৫০ লিটার
9. সেন্টার অব প্রেসার ক্রিয়া কওে ডুবানো তলের সেন্টার অব গ্রাভিটি -
মাধ্যদিয়ে
উপর দিয়ে
নিচ দিয়ে
সব কটি
10. হাইস্পিড স্টিলের প্রধানতম উপাদান কী?
মলিবডেনাম
ক্রোমিয়াম
টাংস্টেন
ভ্যানডিয়াম
11. যখন বলসমূহ একই তলে একই বিন্দুতে ক্রিয়ারত থাকে, তখন তাদের বলা হয়-
অসমতলীয় অসমমুখী বল
অসমতলীয় সমমুখী বল
সমতলীয় অসমমুখী বল
সমতলীয় সমমুখী বল
12. গতিশীল অবস্থায় বংস্তুর উপর ঘর্ষণকে বলে-
ঘর্সণ সহগ
লিমিটিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
রোলিং ঘর্ষণ
13. কোন প্রকার কাস্ট আয়রন এ ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়?
গ্রে- কাস্ট আয়রন
হোয়াইট কাস্ট আয়রন
চিলড কাস্ট আয়রন
ম্যালিয়েবল কাস্ট আয়রন
14. স্টেইনলেস স্টীলে কার্বনের পরিমান কত?
সর্বোচ্চ ০.৪%
০.৩-০.৬%
০৬,০৮%
.০৮-১%
15. ইস্পাতের মধ্যে কোন গুলো ক্ষতিকারক অপদ্রব্য নয়?
ম্যাঙ্গানিজ ও সালফার
সিলিকন ও সালফার
সালফার ও ফসফরাস
সিলিকন ও ম্যাঙ্গানিজ
16. লৌহের কোন উপদ্রব্যটি ব্রো- হোল ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
সিলিকন (খ) (গ) (ঘ)
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সালফার
17. একটি অসর্মণ আনুভূমিক তল অবিমুখে W ওজনের একটি বংস্তুকে সরানোর জন্য প্রয়োজন ন্যূনতম বল?
W cot
W tan 0
W cos
W sin
18. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাপ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
২১%
২৩%
২০%
২২%
19. কোন প্রকার আয়রনে কার্বনের পরিমান বেশি থাকে?
নডুলাস আয়রন
কাস্ট আয়রন
পিগ আয়রন
রট আয়রন
20. কোন পদ্ধতিতে উস্পত উৎপাদন করতে চুনাপাথর অবশ্যই চাজের সাথে মিশ্রিত করতে হয়?
ইলেকট্রিক পদ্ধতিতে
বেসিক ওপেন হার্থ
অ্যাসিড ওপেন হার্থ
বেসিমার