Image
MCQ
124. লেভেল যন্ত্রের কলিমেশন রেখা ও দূরবীন কক্ষ-
সমান্তরাল
লম্ব
একই রেখায় থাকবে
ছেদ করবে
128. কোনটি সঠিক?
যন্ত্রের উচ্চতা =স্টেশনের আ.এল + স্টেশনের (土) স্টাফ পাঠ)
যন্ত্রের উচ্চতা= আ.এল স্টাফ
RL= HI+ স্টাফ পাঠ
স্টাফ পাঠ = HI+RE
129. অথচ পাক ভারত উপমহাদেশে কোনটির সাপেক্ষে জি.টি.এস, স্থাপন করা হয়েছিল--
করাচির গড় সমুদ্র সমতল
কক্সবাজার
ভারত মহাসাগর
আরব সাগর
130. ইটের পিলার দিয়ে চিহ্নিত করা হয়?
মহকুমা সীমানা
বিরোধপূর্ণ সীমানা
ত্রি সীমানা
প্রাদেশিক সীমানা
131. লেভেল যন্ত্রের সমন্বয়ন কয়টি ধাপে সম্পাদিত হয়?
133. কলিমেশন রেখা বলতে বুঝায়--
ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং অভিলক্ষ কাচের আলোক কেন্দ্রে সংযোগকারী রেখা
অভিলক্ষ কাচের আলোক কেন্দ্র এবং অভিলক্ষের কেন্দ্রের সংযোগকারী রেখা
বাবুল টিউবের লম্বালম্বি বাঁকের মধ্যবিন্দুর কাল্পনিক স্পর্শক
যন্ত্রটি যে অক্ষকে কেন্দ্র করে অনুভূমিক তলে ঘোরে
135. সমতলমিতির লঘুকরণ কয়টি পদ্ধতিতে করা যায়?
136. পরিবর্তন বিন্দু নির্দেশ করে-
প্রথম স্টেশন
শেষ স্টেশন
দুইটি যোজনায় মধ্যবর্তী স্টেশন
স্টাফ স্টেশন
137. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জি.টি.এস. স্থাপন করা হয়েছে--
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
138. বড় আকৃতির পাথর খুঁতে চিহ্নিত করা হয়-
মহকুমা সীমানা
ত্রি- সীমানা
প্রাদেশিক সীমা
বাড়ির সীমানা
140. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চ মার্ক স্থাপন করা হয় তাকে বলে-
জি.টি.এস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী