Image
MCQ
3801. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি নির্দেশ করে-
পাহাড়
সমঢাল
উঁচুনিচু
অসমঢাল
3803. অনুভূমিক কোণ পরিমাপ প্রক্রিয়া-
২টি
৩টি
৪টি
৫টি
3806. পাশাপাশি দুটি কন্টুরের উলম্ব দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উলম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
(ক+ খ)
3807. থিওডোলাইটের উলম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থান করে, তবে তা-
বামমুখী অবস্থান
ডানমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
কোনটি নয়
3808. ধারাবাহিক বন্ধ কটুর রেখাগুলোর যদি বাইরের দিকে কন্টুর মান বেশি হয়, তবে তা নির্দেশ করে-
উচু-নিচু
সমতল
জলাশয় বা পুকুর
পাহাড় বা টিলা
3809. থিওডোলাইটের লেন্সের ভিতর দিয়ে সাদা আলোর বিচ্ছুরণকে বলে-
পেরলাক্স
বর্ণপ্রেরণ
ফ্লাক্স
3810. থিওডোলাইটের মুখ পরিবর্তনের জন্য ট্রানজিটিং করার পর যন্ত্র কতটুকু ঘোরাতে হয়?
90°
270°
180°
360°
3812. ট্রানজিট থিওডোলাইটের কলিমেশন রেখা যন্ত্রের অনুভূমিক অক্ষর- থাকবে।
সমকোন
কোনাকুনি
সমান্তরালে
লম্বালম্বি
3816. দূরবীনের উল্টা অবস্থা বলতে বোঝায়-
দূরবীনের বাবল নিচে এবং উলম্ব বৃত্ত দর্শকের ডানে
বাবল ওপরে এবং উলম্ব বৃত্ত বামে
বাবল নিচে এবং উলম্ব বৃত্ত বামে
বাবল উপরে এবং উলম্ব বৃত্ত ডানে
3817. ট্রানজিট থিওডোলাইট কত ডিগ্রি পর্যন্ত কোণ পরিমাপ করতে পারে?
360°
90°
270°
180°
3818. কন্টুর রেখা উপত্যকা বা অধিক্যকা রেখাকে- ছেদ করে।
আড়াআড়ি
কোনাকুনি
সমকোণ
লম্বালম্বি
3819. থিওডোলাইট দিয়ে পরিমাপ করা যায়-
অনুভূমিক কোণ
উলম্ব কোণ
অনুভূমিক ও উলম্ব কোণ
কোনটি নয়
3820. ফন্টুর মানচিত্রের ক্ষেত্রে ফোনটি সত্য?
মানচিত্র যাওখানে শেষ হবে না
এটি মিলে যাবে
মানচিত্রের বাইর দিকে চলে যাবে
উপরের সব কয়টি