1199. সুপারহিটার কোনটিকে গরম করে?
ব্যাখ্যা: সম্পৃক্ত বাম্পকে পুনরায় তাপ প্রদান করে শুদ্ধ করা ও তাপমাত্রা বাড়ানোর জন্য যে হিটার বা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সুপারহিটার বলে।
সুপারহিটার দু' প্রকার, যথা-
(ক) রেডিয়্যান্ট টাইপ সুপারহিটার (Radiant type superheater)
( খ) কনভেরিড টাইপ সুপারহিটার (Convective type superheater)