Image
MCQ
441. আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থিত?
মিশর
ইসরায়েল
সিরিয়া
মরক্কো
442. পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম?
ফ্রান্স
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
পানামা
443. বেঙ্গল ফ্যান কি?
বঙ্গোপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম অবসামুদ্রিক উপবদ্বীপ
একটি প্লাবন ভূমির নাম
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
444. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?
যমুনা নদীতে
মেঘনার মোহনায়
বঙ্গোপসাগরে
সন্দ্বীপ চ্যানেল
445. পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?
২০০০ সালে
১৯৯৯ সালে
১৯৯৮ সালে
১৯৯০ সালে
446. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও ভূমধ্যসাগর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ভারত ও প্রশান্ত মাহাসাগর
প্রশান্ত ও ভূমধ্যসাগর
447. সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
ভারত মহাসাগর
জাভা সাগর
জাপান সাগর
শৈবাল সাগর
449. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে –
বেরিং প্রণালি
পানামা যোজক
ফ্লোরিডা প্রণালি
গ্রেট লেকস্
450. 'বেঙ্গল ফ্যান' ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মধুপুর গড়ে
হাওর অঞ্চলে
বঙ্গোপসাগরে
টারশিয়ারি পাহাড়ে
451. পানামা খাল কোন মহাদেশে?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
452. হাইফা কোন দেশের সমুদ্র বন্দর?
ইসরায়েল
ইরান
ইন্দোনেশিয়া
কুয়েত
455. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-
বেরিং প্রণালি
সুন্দা প্রণালি
মালাক্কা প্রণালি
মেসিনা প্রণালি
457. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালি?
বেরিং প্রণালি
সুয়েজ খাল
বসফোরাস প্রণালি
পানামা খাল
458. 'Ninety East Ridge' বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত?
জয়ন্তিকা পাহাড়
বঙ্গোপসাগর
তিন বিঘা করিডোর
মধুপুর-বরেন্দ্র অঞ্চল
459. নিম্নের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
রোমানিয়া
মিশর
চেক প্রজাতন্ত্র
পোলান্ড
460. 'ল্যানকাং দ্বীপ' কোন সাগরে অবস্থিত?
দক্ষিণ চীন সাগর
জাভা সাগর
জাপান সাগর
শৈবাল সাগর