Image
MCQ
743. 'নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে' এই কথা কে বলেন?
ফিশার
স্যামুয়েলসন
মন্টেস্কু
থমাস গ্রেশাম
747. 'গ্রিনব্যাক' কোন দেশের মুদ্রা?
নরওয়ে
সুইজারল্যান্ড
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
748. কোন দেশ মিলিয়ন টাকার নোট ব্যবহার করে?
জিম্বাবুয়ে
জার্মানি
ইতালি
ফ্রান্স
752. কোন দেশটির মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে?
কানাডা
ফ্রান্স
বেলজিয়াম
নরওয়ে
753. ইউরো বলতে কী বুঝায়?
ইউরোপীয় টিভি
ইউরোপীয় জাদুঘর
ইউরোপীয় মুদ্রা
ইউরোপীয় বেতার
754. 'গ্রিনব্যাক' কী নামে পরিচিত?
মার্কিন ডলার
আইএমএফ
বিশ্বব্যাংক
ফ্রান্স
755. ইউরো মুদ্রার জনক কে?
রবার্ট আলবার্ট
রবার্ট মুন্ডেল
রবার্ট লুকাস
কেউই নয়
756. ইউরো মুদ্রা কখন চালু হয়?
১ জানুয়ারি, ১৯৯৯
১ জুলাই, ১৯৯৯
১ মার্চ, ২০০০
১ জুলাই, ২০০০
757. ইউরোপীয় ইউনিয়নের এক মুদ্রা চালু হয়েছে—
১ জানুয়ারি, ১৯৯৯
১ জুলাই, ১৯৯৯
১ জানুয়ারি, ২০০১
১ জানুয়ারি, ২০০২
758. 'নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে' এই বিধির নাম কী?
ফিশার
স্যামুয়েলসন
মন্টেস্কু
থমাস গ্রেশাম
759. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুইটি দেশ ইউরো মুদ্রা চালু করতে বাধ্য নয়?
সুইডেন ও বেলজিয়াম
ডেনমার্ক ও যুক্তরাজ্য
নেদারল্যান্ড ও যুক্তরাজ্য
নিউজিল্যান্ড ও ডেনমার্ক