Image
MCQ
1581. ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস
রোম
প্যারিস
লুক্সেমবার্গ
1583. ইসলামী সহযোগিতা সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
তেহরান, ইরান
জেদ্দা, সৌদি আরব
কায়রো, মিশর
রিয়াদ, সৌদি আরব
1584. কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
1591. কোন দেশে ওআইসি'র প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
মরক্কো
পাকিস্তান
সৌদি আরব
ইরান
1592. শেনজেন চুক্তি হচ্ছে ---
বাণিজ্য চুক্তি
কর হ্রাস করা চুক্তি
রাজনৈতিক চুক্তি
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
1594. ওআইসির প্রথম মহাসচিবের নাম কী?
টেংকু আব্দুল কাদের
টেংকু আব্দুর রহমান
টেংকু আব্দুর রহিম
মাহাথির মোহাম্মদ
1595. ওআইসি'র বর্তমান প্রেসিডেন্ট---
সাদ আবদুল্লাহ
শরীফ আস-সাবের
তারেক আবদুল্লাহ
সালমান বিন আব্দুল আজিজ
1598. কোথায় এবং কোন সালে ওআইসি'র সূচনা হয়?
জেদ্দা, ১৯৫৯
রিয়াদ, ১৯৬০
রাবাত, ১৯৬৯
দুবাই, ১৯৬১
1599. কত সালে ওআইসি'র নাম অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স থেকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন করা হয়?
১৯৯১ সালে
১৯৯৯ সালে
২০০১ সালে
২০১১ সালে