Image
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স MCQ
222. কোনো একটি বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলোকে বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল যে উৎপন্ন ঘর্ষণ বল, স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল থেকে বেশি- এক্ষেত্রে কী ঘটাবে?
বস্তুটি চলবে
চলার উপক্রম হবে।
স্থির থাকবে
কোনোটিই নয়
224. একটি অমসৃণ আনুভূমিক তল অভিমুখে W ওজনের একটি বস্তুকে সরানোর অন্য প্রয়োজনীয় ন্যূনতম বল-
Wsinθ
Wcosθ
Wtanθ
Wcotθ
225. 300 kg ওজনের একটি কাঠের ব্লক 30° কোণে হেলানো তলের উপর দিয়ে 10m টেনে নিয়ে কী পরিমাণ কাজ সম্পন্ন হবে, বের কর।
3000kg-m
1500kg-m
700kg-m
2598.08kg-m
226. একটি ঢালু তলের কোণ যেখানে বস্তু নিচের দিকে গড়িয়ে পড়তে আরম্ভ করে, ঐ কোণকে বলা হয়-
ঘর্ষণ কোণ
রিপোজ কোণ
প্রজেকশন কোণ
কোনোটিই নয়
227. গতিশীল অবস্থায় বস্তুর উপর প্রযুক্ত ঘর্ষণকে বলে-
রোলিং ঘর্ষণ
ডাইনামিক ঘর্ষণ
লিমিটিং ঘর্ষণ
ঘর্ষণ সহগ
228. চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে বলে-
চল ঘর্ষণ
স্থির ঘর্ষণ
প্রবাহী ঘর্ষণ
কোনোটিই নয়
229. একটি বস্তু কোনো চালু তলে তখনই চলতে শুরু করবে, যখন ঢালু কোণ ঘর্ষণ কোণের-
সমান হবে
কম হবে
বেশি হবে
শূন্য হবে
230. সর্বোচ্চ ঘর্ষণ বল সংঘটিত হয় যখন কোনো বস্তুর তলের উপর অপর একটি বস্তু চলতে আরম্ভ করে, তাকে বলে-
স্থির ঘর্ষণ
চল ঘর্ষণ
লিমিটিং ফ্রিকশন
কো-ইফিসিয়েন্ট অব ক্রিকশন
231. টি বল 130° কোণে কাজ করছে। বৃহত্তম বলের মান 400 kN এবং লব্ধি ক্ষুদ্রতম বলের সাথে 90° কোণে রয়েছে। ক্ষুদ্রতম বলের মান কত?
250 kN
257.11 kN
2.67 kN
350 kN
232. ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে?
ঘর্ষণের দিকে
ঘর্ষণের বিপরীতে
সবদিকে
কোনোটিই নয়
233. স্থির রাখার জন্য প্রয়োজনীয় বল অপেক্ষা ঘর্ষণ বল কম হলে বস্তুর অবস্থা সাম্যাবস্থা হবে কি?
হবে
হবে না
236. কোনো বস্তু 3ms^-2 ত্বরণে চলছে, এখানে ঘর্ষণ সহগ কোনটি ব্যবহার হবে?
μ
μs
μk
কোনোটিই নয়