ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
161. কাটা গাছকে কী ধরনের টিম্বার বলা হয়?
লগ টিম্বার
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
কোনোটিই নয়
162. চেরাই প্রক্রিয়া প্রধানত কত প্রকার?
৫ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৭ প্রকার
163. পোর্টল্যান্ড সিমেন্টে লাইম কত? [BGDCL-17)
৬০%
৬৩%
৬৫%
৬২%
164. টিম্বার চেরাইয়ে করাতে গুঁড়ার জন্য অপচয়ের পরিমাণ কত?
১২%
৫%
২৫%
১৮%
165. কাঠ কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়?
৩০°F
80°F
৭০°F
৫০°F
166. নিচের কোনটি চিরহরিৎ বৃক্ষ?
তাল
কড়ই
সেগুন
শিমুল
167. নিচের কোনটি উদ্বায়ী পদার্থ?
ওয়াক্স
সেলাক
অ্যালকোহল
কোনোটিই নয়
168. নিচের কোন সামগ্রীটি পেইন্টের দ্রাবক?
লিথোপেন
তারপিন তেল
আম্বর
লেড অ্যাসিটেট
169. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরি বোর্ডের নাম কী?
সানবোর্ড
হার্ডবোর্ড
ব্যাটেন বোর্ড
কোনোটিই নয়
170. বছরের কোন সময় গাছ কাটা উত্তম?
গ্রীষ্মকালে
বসন্তকালে
শরৎকালে
শীতকালে
171. কাঠে হাইড্রোজেনের পরিমাণ কত?
৬%
৯%
১২%
১৫%
172. টিম্বার পরিশুষ্ককরণকালে টিম্বার সংকোচন সৃষ্টি হয় কী কারণে?
জলীয়কণার উপস্থিতিতে
তাপে আন্তঃপীড়ন সৃষ্টি হওয়ার জন্য
উত্তপ্ত আবহাওয়ার জন্য
কোনোটিই নয়
173. নিচের কোনটি কাঠ সাদৃশ্য সামগ্রী?
প্লাস্টিক বোর্ড
বেকালাইট বোর্ড
লেমিনেটেড বোর্ড
কোনোটিই নয়
174. টিম্বার বৃক্ষের বেড় ন্যূনতম কত মিটার হবে?
০.২ মিটার
০.৪ মিটার
০.৬ মিটার
০.৮ মিটার
175. টিম্বারের পচন কত প্রকার?
৬ প্রকার
2 প্রকার
৪ প্রকার
৩ প্রকার
176. কাঠের নানা আকৃতির টুকরাকে কী বলা হয়?
অ্যান্ড
স্ক্যান্টলিং
ব্যাটেন
ডিল
177. টিম্বার চেরাইয়ে বাকলের জন্য অপচয়ের পরিমাণ কত?
২০%
১৫%
১০%
৫%
178. বাংলাদেশে প্রচলিত ইটের ওজন কত?[PPA-18: RAJUK-17)
৩.০০০ কেজি
২.৭৫০ কেজি
৪.১২৫ কেজি
৩.১২৫ কেজি
179. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়? [RAJUK-17]
CaO
AlO3
SiO2
MgO
180. টিম্বারের জলীয়াংশের পরিমাণ কত হলে কাঠ পচন ছত্রাক টিম্বারের বিনাশ ঘটায়?
১০%- ১৫%
৫%-১০%
৩০% - ৩৫%
২০% - ২৫%