Image
ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস MCQ
541. Which one is not the main constituent(উপাদান) of portland cement.
Fly ash
Di-calcium silicate
Tri- calcium silicate
Tri-calcium aluminate
542. উত্তম ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে পানি শোষণ করে তার ওজনের-
১/৫ অংশ
১/৬ অংশ
২/৪ অংশ
৩/২ অংশ
543. সিমেন্টের ল্যাব টেস্ট করা হয়-
৩ টি
৪ টি
৫টি
৭টি
545. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি ?
৩টি
৪টি
৫টি
৬টি
546. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি?
১ টি
২টি
৩ টি
৫টি
547. ইট পোড়ানোর ও শুকানোর সময় সংকুচিত হয়-
প্রায় ১০%
প্রায় ১১%
প্রায় ১৫%
প্রায় ১৭%
548. পানির আপেক্ষিক গুরুত্ব কত?
1000
100
1
62.,5
549. M.K.S এককে পানির ঘণত্ব কত?
১০০০কেজি/ঘনমি.
১কেজি/ঘনমি
৬২.৫ কেজি/ঘনমি
১গ্রাম/ঘনসেমি
550. ইটের উপাদানে সিলিকার পরিমান কত?
৫০%
৫৫%
৬০%
৮০%
551. ইট তৈরির ধাপ কয়টি ?
২টি
৩টি
৫টি
৭টি
552. মোজাইকের মেঝে ঘষে পরিষ্কার করা হয় কি দিয়ে ?
শান পাথর দিয়ে
তেল দিয়ে
তারপিন দিয়ে
বালি দিয়ে
554. ইট কাটা পদ্ধতি কত প্রকার?
২টি
৪টি
৬টি
৮টি
555. পোর্টল্যান্ড সিমেন্টে পানি সিমেন্ট অনুপাত কত?
০.৫
০.৪
০.৮
556. বাংলাদেশে তৈরি ইটের ওজন কত ?
৩ কেজি
৩.৭৫ কেজি
৪.১২৫ কেজি
৫.১০ কেজি
557. উত্তম ইট প্রতি বর্গমিটারে ভাঙ্গে কত চাপে?
২০০-৩০০ টন চাপে
৪০০-৫০০ টন চাপে
৪০০ - ৭০০ টন চাপে
৫০০-৫৫০ টন চাপে
558. ইট পোড়ানোর ও শুকানোর সময় সংকুচিত হয় ------
প্রায় ৫%
প্রায় ১০%
প্রায় ১৫%
প্রায় ২০%
559. ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে-
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
প্রায় ১১ গ্যালন
প্রায় ১২ গ্যালন
560. ভালো পাথর আদ্রতামুক্ত করার জন্য খােলা বাতাসে রাখতে হয় নির্মাণ কাজের-
৫ থেকে ১২ মাস আগে
৭ থেকে ১২ মাস আগে
১২ থেকে ১৪ মাস আগে
৩ থেকে ৫ মাস আগে