EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন,প্লানিং এন্ড এস্টিমেটিং MCQ
21. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যালভাইজড লোহা বা ইস্পাতের ব্যাস = 16 mm তামার রড ইলেকট্রোডের ব্যাস = 12.5 mm
22. ওয়ার্কশপে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়্যারিং
কনসিলড় কণ্ডুইট ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেয়ালের উপর নকশা অনুযায়ী কণ্ডুইট স্থাপনের ১ মাধ্যমে যে ওয়‍্যারিং করা হয়, তাকে সারফেস কছুইটি ওয়‍্যারিং বলে। এ ধরনের ওয়্যারিং সিনেমা হলে, ওয়ার্কশপে, কল-কারখানায় এবং অডিটরিয়ামে ব্যবহৃত হয় ।
23. টিউবলাইটের ভিতরের দেওয়াল দিয়ে শ্বেতকায় পদার্থের যে প্রলেপ দেয়া হয়, তার নাম-
ফ্রেঞ্চ চক পাউডার
নিয়ন পাউডার
পারদ
ফসফর পাউডার
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ফসফর' নামে শ্বেতকায় অথবা ধূসর বর্ণের এক জাতীয় পাউডার দ্বারা টিউবের ভিতরের দেয়ালে প্রলেপ দেয়া হয়।
24. টাংস্টেন ফিলামেন্টের ভিতর নিষ্ক্রিয় গ্যাস থাকে, যথা-
আরগন, নিয়ন
অক্সিজেন, আরগন
নাইট্রোজেন, আরগন এবং ক্রিপটন
আরগন, নিয়ন এবং মার্কারি
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের ভিতরে নাইট্রোজেন (N), আর্গন (Ar), ক্রিপ্টন (Cr) গ্যাস দ্বারা পূর্ণ থাকে। ল্যাম্পের ভিতরে গ্যাসের চাপ ল্যাম্পের বাইরের বায়ুর চাপের প্রায় তিন- চতুর্থাংশের সমান।
25. সোডিয়াম ড্যাপার ল্যাম্পে থাকে-
সোডিয়াম বাষ্প এবং আরগন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং নিয়ন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং মার্কারি
সোডিয়াম বাষ্প এবং নাইট্রোজেন গ্যাস
ব্যাখ্যা: Note: উত্তরঃ ক ও খ উভয় হবে। ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে -আকৃতির টিউবটির ভিতরে সোডিয়াম বাষ্প এবং স্বল্প পরিমাণে নিয়ন গ্যাস থাকে।
26. অতি ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে মাটি পাওয়া যায় না, সেখানে যে আর্থিং করা হয়, তা হলো-
রড আর্থিং
প্লেট আর্থিং
পানির পাইপের মাধ্যমে আর্থিং
স্ট্রিপ আর্থিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত অতি ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আর্থিং-এর জন্যে কোনো মাটি পাওয়া সম্ভব হয় না, যেখানে ঘিঞ্জি ঘিঞ্জি দালানকোঠা, সেখানে পানির পাইপের মাধ্যমে আর্থিং করা হয়।
27. কোন ওয়‍্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাটেন ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কম্ভুইট ওয়‍্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে আগে ক্লিট ওয়‍্যারিং এবং কেসিং ওয়্যারিং-এর প্রচলন ছিল। তবে বর্তমানে প্রধান তিন ধরনের ওয়্যারিং ব্যবহার হয় (1) ব্যাটেন ওয়‍্যারিং, (ii) কভুইট ওয়্যারিং ও (iii) চ্যানেল ওয়্যারিং।
28. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিউজ হোল্ডারে সিসা-টিন বা টিন-তামা মিশ্রিত সংকর ধাতুর একটি ফিউজ তার লাগানো হয়। ফিউজ তারটি নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট সার্কিটে কোনো কারণে প্রবাহিত হলে ফিউজ তারটি পুড়ে গিয়ে সার্কিটকে বিচ্ছিন্ন করে দেয়।
29. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকবার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুশূন্য ল্যাম্পে 2000°C তাপমাত্রায় টাংস্টেন বাষ্পীভূত হয়। কিন্তু টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে 2700℃ তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না।
30. আমাদের দেশে কণ্ডুইট ওয়‍্যারিং-এ ব্যবহৃত হয় সাধারণত-
ভিআইআর ক্যাবল
টিআরএস ক্যাবল
পিভিসি টুইন কোর ক্যাবল
পিভিসি সিঙ্গল কোর ক্যাবল
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাত অথবা পিভিসি পাইপকে কড়ুইট বলে। কভুইটের মধ্য দিয়ে ইনসুলেটেড তার বা ক্যাবলের সাহায্যে যে ওয়‍্যারিং করা হয়, তাকে কড়ুইট ওয়‍্যারিং বলে।
31. অফিস-আদালতে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিলড্ কণ্ডুড়ুইট ওয়্যারিং
ক্লিট ওয়‍্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: কনসিন্দ্র কনুইট ওয়্যারিং অভিজাত হোটেল, অফিস, আবাসিক ভবন, মাল্টিস্টোরেড বিল্ডিং, অডিটরিয়ামে ব্যবহৃত হয়।
32. মার্কারি ভ্যাপার ল্যাম্পের ভিতরে থাকে-
আর্গন এবং নিয়ন গ্যাস
আর্গন, নাইট্রোজেন গ্যাস এবং পারদ
আর্গন এবং পারদ
পারদ, আর্গন এবং অক্সিজেন গ্যাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: টিউবের ভিতরে কিছুটা আর্গন গ্যাস ও কিছুটা পারদ ঢুকানো হয়।
33. ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-
1938 সন হতে
1942 সন হতে
1956 সন হতে
1965 সন হতে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ১৯৩৮ সাল হতে। সাধারণ ইনক্যান্ডিমেন্ট বা ফিলামেন্ট-টাইপ ল্যাম্পের তুলনায় এটি প্রতি ওয়াটে অধিক পরিমাণে (লিউমেন) আলো দেয় এবং বেশি দিন টেকসই হয়।
34. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিক পরিচিতি লাভ করে?
1934
1948
1965
1969
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোডিয়াম ড্যাপার ল্যাম্প নতুনতম ডিসচার্জ ল্যাম্প যা ১৯৬৫ সাল থেকে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে।
35. মার্কারি ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে?
1934
1938
1952
1965
ব্যাখ্যা: ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্পকে সাধারণত মার্কারি ল্যাম্প বলা হয়। কম বেশি এই আকৃতির ল্যাম্প ১৯৩৪ সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে।
36. যে আর্থিং-এ খরচ সবচেয়ে কম হয়, তা হলো-
পাইপ আর্থিং
শিট আর্থিং
প্লেট আর্থিং
রড আর্থিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: রড আর্থিং সাধারণত শুকনো স্থানের জন্যে উপযোগী এবং মাটি খুঁড়তে হয় না বলে অন্যান্য আর্থিং-এর তুলনায় খরচ সবচেয়ে কম হয়।
37. ব্যাটেন ওয়্যারিং বাসগৃহে বহুল ব্যবহৃত হয়, কারণ-
এটি দেখতে সুন্দর
এটি উচ্চ ভোল্টেজে ব্যবহার করা চলে
এতে স্বল্পব্যয় হয়
এতে দুর্ঘটনার সম্ভাবনা কম
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসগৃহ ও অফিস-আদালতের ওয়্যারিং ব্যবস্থাপনায় ব্যাটেন ওয়্যারিং-এর প্রচলন খুবই বেশি। কারণ নিম্ন চাপের (Low voltage-250V) ইন্সটলেশন এবং স্বল্প ব্যয়ের জন্য এই ওয়‍্যারিং সুবিধাজনক। বর্তমানে বাংলাদেশে ব্যাটেন ওয়‍্যারিং ও পিভিসি ক্যাবল বেশি ব্যবহৃত হয়।
38. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
39. কোনটি ফিউজ নয়-
রিওয়্যারেবল
কারট্রিজ
এসপিডিটি
এইচআরসি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Re-wirable Fuse, cartige Fuse, HRC Fuse, Dropant Fause, CTC Fuse, Horn gap Fuse. Switch: SPDT, SPST, DPDT, DPST
40. আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে বলা হয়--
আর্থিং লিড
আর্থ ইলেকট্রোড
আর্থ কন্টিনিউইটি তার
আর্থ কানেক্টর
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের দাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে আর্থ কন্টিনিউটি তার বলা হয়।