47. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
                
             
         
        
                                                                        
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            ট্রান্সফরমার টেপিং বদলানো
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            সুইচ-ক্যাপাসিটর ব্যবহার করা
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                             সিস্টেমের ইম্পিডেন্স বৃদ্ধি করা
                         
                    
                    
                                                                                
                            
                                
                            
                            
                                
                            
                            
                                
                            
                            লো-ভোল্টেজ অ্যাপ্লায়েন্স ব্যবহার করা
                         
                    
                    
                                                         
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: উচ্চ বা নিম্ন ভোল্টেজ অবস্থার সংশোধন করতে ট্রান্সফর্মারে টেপিং প্রদান করা হয়। নির্ধারিত প্রাইমারি ভোল্টেজ থেকে ৫% উপরে অথবা নিচে টেপিং (Taping) সেট করা হয়। অর্থাৎ শিল্পকারখানায় ভোল্টেজ উঠানামা করলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে সমাধান না হলে ট্রান্সফর্মারের টেপিং বদলাতে হবে।