EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1961. বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম-
থার্মোমিটার
ক্যালরিমিটার
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
1962. কোনো স্থির তাপমাত্রায় যে-সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে- বলে।
সুপারহিটেড গ্যাস
আদর্শ গ্যাস
স্যাচুরেটেড গ্যাস
কোনোটিই নয়
1963. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে ইএমএফ-এর কোন উৎসই থাকে না, তাকে বলা হয়-
অ্যাকটিভ নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'পাই' নেটওয়ার্ক
1965. Which method is used to start a ceiling fan?
Split phase starting
Capacitor starting
Shaded pole starting
Repulsion starting
ব্যাখ্যা: ব্যাখ্যা: In a ceiling fan a single phase induction motor is used But we know that single phase induction motor is not a self-starting motor. So it requires some torque for the motor to get started. In this case, a capacitor is used to creat initial torque. The capacitor create a phase differences of 90 degree to the main winding. The two fields which are almost 90 degrees to each other, creates a rotating magnetic field which starts the motor
1966. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
ইভাপোরেটর
কন্ডেন্সার
কম্প্রেসর
অ্যাকুমুলেটর
ব্যাখ্যা: বাষ্প সঙ্কোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। একে এক প্রকার পাম্পও বলে। কম্প্রেসরের কাজ প্রধানত তিনটি- (i) ইভাপোরেটরে তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করা, (ii) কন্ডেন্সারে হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করা এবং (iii) হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করা।
1967. এক টন বরফকে ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
COP (Coefficient Of Performance)
TOR (Ton Of Refrigeration)
MFR (Mass Flow Rate)
সম্পৃক্ত তাপ
1968. এক কিলোক্যালরি সমান কত জুল?
1 কিলোক্যালরি = 4200 জুল বা 4.2 কিলোজুল
1 কিলোক্যালরি = 4800 জুল বা 4.8 কিলোজুল
1 কিলোক্যালরি = 4300 জুল বা 4.3 কিলোজুল
1 কিলোক্যালরি = 4400 জুল বা 4.4 কিলোজুল
1969. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
C/5 = F-32/5 = R/5 = K-273/5 = Rn-492/9
C/8 = F-32/9 = R/4 = K-273/9 = Rn-494/9
C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn – 492/ 9
C/5 = F-32/5 = R/4 K-279/5 = Rn-495/9
1971. বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ
পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ
কোনোটিই নয়
1972. Electrical appliances are connected in parallel because it-
draws less current
results in reduced power loss
makes the operation of appliances independent of each other
is a simple circuit.
ব্যাখ্যা: ব্যাখ্যা: All the appliance get their rated voltage so that they function efficiently. All the components can have their independent switch to control them. If one applience gets faulty, it doesn't affect the other appliances
1973. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
এক্সপানশন ভালভ
ইভাপোরেটর
ব্যাখ্যা: কন্ডেন্সার হিমায়ন চক্রের একটি প্রধান অংশ। কম্প্রেসর তাপসমৃদ্ধ বাষ্পীভূত হিমায়ক শোষণ করে ঘনীভবনের উপযোগী উচ্চচাপে ও উষ্ণতায় কন্ডেন্সারে সরবরাহ করে।
1974. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
অনুমেয় তাপ
সুপ্ততাপ
আপেক্ষিক তাপ
কোনোটিই নয়
1976. যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি। ১ পায়, তাকে বলে।
সুপ্ততাপ
অনুমেয় বা অনুভূত তাপ
আপেক্ষিক তাপ
পরম তাপমাত্রা
1977. প্যারালেলে সংযুক্ত দুটি সমমানের রেজিস্টরের সম্মিলিত রেজিস্ট্যান্স, একটি রেজিস্টরের রেজিস্ট্যান্সের এর সমান হবে।
চার গুণ
দ্বিগুণ
অর্ধেক
এক-চতুর্থাংশ
1978. "Thermo" এবং "Dynamics" শব্দ দুটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে?
ইংরেজি শব্দ
ফারসি শব্দ
গ্রিক শব্দ
আরবি শব্দ
1979. The insulating material used in connecting leads of the electric heater is --
Bakelite material
Porcelain material
Rubber material
Asbestos material
1980. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি?
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
থার্মোমিটার
ওয়াটমিটার