Image
MCQ
1901. নিচের কোন কাউন্টারের গতি সবচেয়ে বেশি?
রিং কাউন্টার
রিপল কাউন্টার
সিনক্রোনাস কাউন্টার
অ্যাসিনক্রোনাস কাউন্টার
1903. নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের অংশ?
মেমরি
ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
এ.এল.ইউ
1904. নট গেইটের কাজ হলো-
সংকেতকে বাধা প্রদান
সংকেতকে উল্টিয়ে দেওয়া
সংকেতকে শক্তিশালী করা
সংকেতকে দুর্বল করা
1912. SSI তে থাকে-
একই ধরনের 24টি গেইট
একই ধরনের 16টি গেইট
একই ধরনের 12টি গেইট
একই ধরনের 4টি গেইট
1915. সিকুয়েনশিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ