49. Choose the correct sentence:
He was absorbed in his work
He did absorbed in his work
He was absorbed at his work
ব্যাখ্যা: 'Absorb in' এর অর্থ অধিক মনোযোগসহকারে কিছু করা। এখানে সে মনোযোগী তার কাজের প্রতি বুঝাতে absorbed adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Adjective-এর পূর্বে একটি auxillary verb বসে। Option (ক) সঠিক উত্তর। Option (খ) তে absorbed in থাকলেও সেটি সঠিক নয় কারণ এখানে did আছে এবং did এর পরে সবসময় verb-এর base form বসে।