MCQ
221. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
222. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
223. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
224. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
225. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
226. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ
227. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
228. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
229. নিষ্ক্রিয় পূরক পদার্থ (Aggregate) কংক্রিটের মোট আয়তনের কত ভাগ দখল করে?
৭০-৭৫%
৭৫-৮০%
৬০-৬৫%
৬৫-৭০%
230. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
231. ACI কোড অনুসারে সাধারণভাবে স্থাপিত বিমের ন্যূনতম পুরুত্ব-
L/10
L/30
L/25
L/35
232. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
233. বিমের যে-কোনো তলের বিকৃতি তার নিরপেক্ষ অক্ষ থেকে ঐ তলের দূরত্বের-
সমানুপাতিক
বর্গের ব্যস্তানুপাতিক
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
234. একটি সমসত্ত্ব বিমের বেন্ডিং মোমেন্ট-এর মান 300000 kg.cm হলে সর্বোচ্চ পীড়ন-এর মান কত?
46.25 kg/cm².
56.25 kg/cm²
48.25 kg/cm²
48.25 kg/cm²
235. সমসত্ত্ব বিমের বেন্ডিং পীড়নের সূত্র হলো-
f=M/bd²
f=6M/bd
f=6M/bd²
কোনোটিই নয়
236. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
237. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
238. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
239. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
5mm
10mm
15mm
20mm
240. রিইনফোর্সমেন্ট কংক্রিট বিমে লোড অর্পণের ফলে কত প্রকারের ব্যর্থ হতে পারে?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার