MCQ
21. ১৭ সেমি, ১৫ সেমি ও ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ হবে --
সমবাহু
সমদ্বিবাহু
সমকোণী
স্থূলকোণী
22. জাতিসংঘের স্থায়ী সদস্য--
জাপান, জার্মানী, ফ্রান্স, ব্রিটেন, কানাডা
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট, ব্রিটেন, চীন
যুক্তরাজ্য, জার্মানী, ব্রিটেন, ব্রাজিল, চীন
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত ইসরাইল, চীন
23. রাষ্টের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
রাজনীতি
সংবাদ মাধ্যম
বুদ্ধিজীবি সম্প্রদায়
যুবশক্তি
24. মুজিবনগওে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ তারিখ--
১০ মার্চ
২৬ মার্চ
১৭ এপ্রিল
১৭ মে
25. বিষাদ সিন্দু কার রচনা?
কায়কোবাদ
মীর মোশারফ হোসেন
মোজাম্মেল হোসেন
ইসমাইল হোসেন সিরাজী
26. নিম্নের কোনো দুযোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ভূমিকম্প
ঘূণিঝড় ও জলোচ্ছাস
সমুদ্রের জলস্তরের বৃদ্ধি
খরা ও বন্যা
27. ২এর কত শতাংশ ৮ হবে?
২০০
৪০০
৩৪৫
৩০০
28. বাংলাদেশ জাতিসংঘের-
১৪৬ তম সদস্য
১২৬ তম সদস্য
১৩৬ তম সদস্য
১১৬ তম সদস্য
29. যে রোগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংশ হয়?
কোভিড ১৯
এইডস
জন্ডিস
ধনুষ্টংকর
30. বার্ষিক শতকরা ১০% হাওে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি পার্থক্য কত?
11 টাকা
11.5 টাকা
10 টাকা
12 টাকা
31. বাংলাদেশের সবচাইতে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
ফরিদপুর
জামালপুর
রংপুর
শেরপুর
32. অসমাপ্ত আত্মজীবনী কার লেখা?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ হাসিনা
এ কে ফজলুল হক
আব্দল হামিদ খান ভাসানী
33. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪১
১৯৪৯
১৯৪৫
১৯৪৯
34. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
কানাকানি
ভাই বোন
গাছপাকা
35. নীলদর্পন নাটকটির বিষয়বস্তু কী?
নীলকরদের অত্যাচার
ভাষা আন্দোলন
অসহযোগ আন্দোলন
তে-ভাগা আন্দোলন
36. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
৮/১৪
৬/১১
৫/৮
৩/৫
37. সার্কের সদর দপ্তর কোথায়?
ভারত
পাকিস্তান
শ্রীলঙ্কা
নেপাল
38. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়?
৯ টি
১৭ টি
১৫ টি
১১ টি
39. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না।
১৬%
২৫%
২০%
৫৬%
40. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আগুনের পরশমনি কার লেখা?
আমজাদ হোসেন
শওকত ওসমান
হুমায়ুন আহমেদ
সৈয়দ শামসুল হক