EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
61. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
তুর্কি
ফরাসি
62. 'পহেলা' কোন ধরণের শব্দ?
সংখ্যা বাচক
গণনা বাচক
পূরণ বাচক
তারিখ বাচক
63. 'কাদম্বিনী' শব্দের অর্থ কি?
নদী
হীত কামনা
মেঘমালা
বলহীনা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদম্বিনী (বিশেষ্য পদ) মেঘমালা (যাহার অনুগামী রূপে কদম্ব পুষ্প বিকসিত হয়)।
64. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটি কোন ধরণের বাক্য?
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
বৈপরিত্যমূলক বাক্য
65. ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক কোনটি?
রক্ত পদ্ম
মাকড়সা
ফেরি আসছে
কবর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। নাটকটি ১৯৫৩ সালে জেলখনায় বসে লেখা হয় এবং সর্বপ্রথম জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়রি শহীদ দিবস উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হয়।
67. 'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতির প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
আঞ্চলিক ভাষা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর সম্পাদনার ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' প্রকাশিত হয়। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রচলনের মাধ্যমে বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাহিত্যজগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরি করে।
68. বাংলা ভাষায় কয় প্রকারের উপসর্গ আছে?
দুই প্রকার
চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথাঃ (ক) খাঁটি বাংলা উপসর্গ, (খ) সংস্কৃত উপসর্গ ও (গ) বিদেশি উপসর্গ।
69. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম (২৪ মে, ১৮৯৯ - ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
70. 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
মানিক বন্দ্রোপাধ্যায়
আবু জাফর শামসুদ্দিন
শওকত ওসমান
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ 'প্রাগৈতিহাসিক' (১৯৩৭)।
71. স্বাগত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
স্ব+ আগত
সা + আগত
সৃ+ আগত
72. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হচ্ছে-
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহাম্মদ সগীর
দৌলত কাজী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাঙালি মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহম্মদ সগীর। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রি.) 'ইউসুফ-জুলেখা' প্রণয়োপাখ্যান (কাব্যগ্রন্থ) রচনা করেন।
73. 'অচলা' কোন উপন্যাসের চরিত্র?
দত্তা
দেনা পাওনা
চরিত্রহীন
গৃহদাহ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ অচলা' উপন্যাসটি মাসিক 'ভারতবর্ষ' পত্রিকায় প্রকাশিত হয়। চরিত্র মহিম, সুরেশ, অচলা প্রভৃতি।
74. প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি?
বেঙ্গল গেজেট
দিগদর্শন
বঙ্গদূত
সমাচার দর্পণ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দিগদর্শন (বাংলা) বঙ্গভূমি থেকে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম সাময়িকী ছিল। এটি একটি মাসিক পত্রিকা ছিল।