Image
MCQ
141. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট-আওয়ারে
ওয়াটে
ভোল্টে
কিলোওয়াট-আওয়ারে
143. 50 ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
500
5
50
0.5
145. যদি কোনো পরিবাহী তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে উক্ত তারের রেজিস্ট্যান্স-
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেক হয়
এক-চতুর্থাংশ হয়
এক-অষ্টমাংশ হয়
146. তাপমাত্রা বাড়লে কোনো Semiconductor-এর Resistance-
বাড়বে
কমবে
প্রথমে বাড়বে পরে কমবে
সমান থাকবে
148. বৈদ্যুতিক বাঘের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
সংকর
সিসা
টাংস্টেন
তামা
150. Electron এর চার্জ কত?
১.৬ × ১০^-৯ কুলম্ব
১.৬২ x ১০^- ১০ কুলম্ব
- ১.৬ × ১০^-১৯ কুলম্ব
১.৬ × ১০^-১৯ কুলম্ব
152. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
153. একটি প্রোটন (Proton)-এর চার্জের পরিমাণ কত?
1.6 × 10^-19 কুলম্ব
-1.6 × 10^-19 কুলম্ব
0 কুলম্ব
1.6 × 10^-15 কুলম্ব
154. একটা তারের রোধক 3 ohm এবং প্রবাহ 5A; সেটির প্রবাহ 2 গুণ বৃদ্ধি পেলে তারের লস কতগুণ বৃদ্ধি পাবে?
1 গুণ
4 গুণ
3 গুণ
None
156. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
১০০W
২০০W
সমানভাবে আলো দিবে
কোনোটাই না
158. 230W, 100V বাল্বে জ্বলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হবে?
2.3A
23000A
23A
কোনোটিই নয়
159. Pure কপারের পরিবাহিতা হয়-
৫.৯৬ × ১০^7 s/m
৫.৮ × ১০^7 s/cm
৩.৬ × ১০^7 s/m
৩.৬ × ১০^7 s/cm