Image
MCQ
162. কোনটির উপর পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে না?
দৈর্ঘ্যের উপর
তাপমাত্রার উপর
প্রস্থচ্ছেদের উপর
বিভব পার্থক্যের উপর
163. কারেন্টের একক পরিমাপের মাধ্যম হলো-
অ্যামিটার
ব্যরোমিটার
রাডার
ভোল্টেজ
164. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ডিসি সার্কিটে
উচ্চ কারেন্টে
ক্ষুদ্র রেজিস্টরে
সেমিকন্ডাক্টরে
165. একটি 440V-এর হিটার 110V-এ চালালে উৎপাদিত তাপ কত হবে?
অর্ধেক
দ্বিগুণ
এক-চতুর্থাংশ
একই পরিমাপ
166. ধনাত্মক আধান কোনদিকে বল লাভ করে?
পাবল্যের বিপরীতে
উভয় দিকে
প্রাবল্যের দিকে
কোনোটিই নয়
167. 'শক' শব্দের অর্থ কোনটি?
বিদ্যুতের আকস্মিক আঘাত
শোক-দুঃখের আকস্মিক আঘাত
উভয়টি
কোনোটিই নয়
168. 100 watt-এর 5টি বাতি প্রতিদিন 6 ঘণ্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ 2.50 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত?
210 টাকা
225 টাকা
230 টাকা
240 টাকা
170. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পিভিসি
পেপার
পোর্সেলিন
171. 6 Ω রোধের একটি তারকে টেনে ৪ গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত?
384 Ω
785 Ω
48Ω
14 Ω
172. যদি একটি তামার তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে এর কারেন্ট বহন ক্ষমতা-
চতুর্গুণ বৃদ্ধি পায়
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেকে হ্রাস পায়
এক-চতুর্থাংশে হ্রাস পায়
173. বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা কোন কপারের সর্বোচ্চ?
Induction hardened
Hard drawn
Pure annealed
With silicon traces
174. কন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা বাড়ানো যায় কীভাবে?
তাপমাত্রা কমিয়ে
তাপমাত্রা বাড়িয়ে
অনুকম্পন কমিয়ে
অনুকম্পন বাড়িয়ে
175. আদর্শমানের বিদ্যুৎ নিরোধী কয়েল প্রস্তুত করতে কোনটি ব্যবহৃত হয়?
কপার
প্লাটিনাম
নাইক্রোম
ম্যাঙ্গানিন
176. R ব্যাসার্ধবিশিষ্ট একটি সুষম চার্জিত ফাঁপা সিলিন্ডারের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্রের মান হবে-
অসীম
R এর সমানুপাতিক
শূন্য
R^2 এর সমানুপাতিক
179. কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তিনগুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
৪ গুণ
৯ গুণ
৬ গুণ
২ গুণ
180. নিম্নের কোনটি বিদ্যুৎ কুপরিবাহী-
তামা
নাইক্রোম
অ্যালুমিনিয়াম
ম্যাঙ্গানিজ