EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2381. অটোমোবাইল নয় কোনটি?
Motor cycle
Passenger car
Aeroplane
Truck
ব্যাখ্যা: অটোমোবাইল একটি স্বয়ংক্রিয় যানবাহন (Vehicle), যা প্রাকৃতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে নিজে চলাচল করে এবং স্থলপথে যাত্রী ও মালামাল বহন করে। ব্যবহার (Use) বিবেচনা করে মোটরযানকে পাঁচ ভাগে শ্রেণিভেদ করা হ্যায়, যেমন- (ক) অটোসাইকেল বা মোপেড, (খ) স্কুটার বা মোটর সাইকেল, (গ) কার (Car), (ঘ) বাস (Bus) ও ট্রাক (Truck) এবং (৫) ট্র্যাক্টর (Tractor)। সুতরাং, বলা যায় যে, আকাশপথে চলমান Aeroplane অটোমোবাইল নয়।
2382. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?
স্টিম ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
ডিজেল ইঞ্জিন
রেলওয়ে ইঞ্জিন
ব্যাখ্যা: পেট্রোল ইঞ্জিনের দহন প্রকোষ্ঠে সংকুচিত যাতাস ও পেটোলের মিশ্রণে স্পার্ক প্লাণের অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হলে দহন ঘটে। এটাকেই পেট্রোল ইঞ্জিনের দহন বলে। দহনের ফলে ইঞ্জিনে শক্তি উৎপন্ন হয়। বাতাস বা এয়ার ব্লাস্ট ইনজেকশন পদ্ধতিতে ইনজেক্টর দ্বারা চাপযুক্ত বাতাসের সমন্বয়ে ডিজেল জ্বালানি দহন প্রকোষ্ঠে স্প্রে করা হয়।
2383. রোটর স্পার্ক প্লাগে সরবরাহ করে-
প্রাইমারি ভোল্টেজ
সেকেন্ডারি ভোল্টেজ
ব্যাটারি ভোল্টেজ
লো-ভোল্টেজ
2384. আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অঙ্গসমূহ হচ্ছে --।
কানেক্টিং রড
ভালভ ও ভালভ মেকানিজম
ক্র্যাঙ্ককেস
ক্র্যাঙ্কশ্যাফট
কোনোটিই নয়
ব্যাখ্যা: আইসি ইঞ্জিনের চলমান অংশসমূহ- (i) কানেক্টির রড (ii) ভালভ ও ভালভ মেকানিজম (iii) ক্র্যাঙ্কশ্যাফট (iv) পুশরড (v) পিস্টন। আইসি ইঞ্জিনের স্থির অংশসমূহ- (i) ক্র্যাঙ্ককেস (ii) সিলিন্ডার হেড (iii) সিলিন্ডার ব্লক (iv) হেড গ্যাসকেট
2385. ইগনিশন হলো জ্বালানি বা কোনো দাহ্য পদার্থে-
অগ্নিসংযোগ
অক্সিজেন সংযোগ
বাতাস সংযোগ
হাইড্রোজেন সংযোগ
2386. তাত্ত্বিকভাবে পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহৃত সঠিক বাতাস ও জ্বালানির অনুপাত কত?
৬:১
১২:১
২৫:১
৩০:১
ব্যাখ্যা: পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে, বাতাস ও জ্বালানির অনুপাত ৭:১ হতে ১২:১ পর্যন্ত।
2387. নিম্নের কোনটি ভ্যাকুয়াম অ্যাডভান্সের মেকানিজমের অংশ?
কন্ডেন্সার
ওয়েট
ক্যাম
ডায়াফ্রেম
ব্যাখ্যা: অ্যাডভান্সড মেকানিজম বলতে অত্যাধুনিক উপায়ে। কার্যসম্পাদনের মেকানিজমকে বুঝায়।
2388. ইঞ্জিনের রানিং তাপমাত্রা-
180° F হতে 200° F
280° F হতে 300° F
280° F হতে 350° F
380° F হতে 400° F
ব্যাখ্যা: গাড়িতে ব্যবহৃত এয়ারকন্ডিশনিং, যাত্রাবিরতি ইত্যাদি থাকার পরেও ইঞ্জিনের রানিং তাপমাত্রা 190° হতে 220 এর মধ্যে থাকতে হবে। তাপমাত্রা এই সীমা অতিক্রম করলে রেডিয়েটর এবং কুল্যান্ট ফ্লুইড বার্নিং হওয়ার উচ্চ বুঝুঁকিতে থাকে।
2389. আনুভূমিক ইঞ্জিনে সিলিন্ডারের ভেতর পিস্টনের মাথা সর্বাধিক যে অবস্থানে পৌঁছাতে পারে, তাকে -- বলে।
স্ট্রোক
বিডিসি
টিডিসি
আইডিসি
কোনোটিই নয়
ব্যাখ্যা: (ক) টপ ডেড সেন্টার (TDC) : সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বোচ্চ অবস্থান, যার উপর পিস্টন উঠতে পারে না, তাকেই টপ ডেড সেন্টার (TDC) বলে। (খ) বটম ডেড সেন্টার (BDC): ইঞ্জিন সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বনিম্ন অবস্থান, যার নিচে পিস্টন নামতে পারে না, তাকেই বটম ডেড সেন্টার (BDC) বলে। (গ) স্ট্রোক দৈর্ঘ্য (Stroke length) 3 BDC থেকে TDC পর্যন্ত দৈর্ঘ্যকেই স্ট্রোক দৈর্ঘ্য (Strok length) বলে। উল্লম্ব ইঞ্জিন (Vertical engine) - (i) TDC (Top Dead Centre) (ii) BDC (Bottom Dead centre) আনুভূমিক ইঞ্জিন (Horizontal engine) - (i) IDC (Inner Dead centre) (ⅱ) ODC (Outer Dead centre)
2390. পেট্রোল ইঞ্জিনের নির্গত (Exhaust) গ্যাসে কী থাকে?
পেট্রোল ও পানির বাষ্প
কার্বন ডাই-অক্সাইড ও পানি
পানি ও কার্বন মনোক্সাইড
উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা: অন্তর্দহন ইঞ্জিন হতে নির্গত গ্যাসে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, সালফার, জলীয় বাষ্প ইত্যাদি উপাদান থাকে।
2391. গ্রিজ কোন প্রকারের লুব্রিক্যান্টস?
কঠিন
অর্ধ-কঠিন
তরল
হেভি
ব্যাখ্যা: মিজ এক ধরনের অর্ধ-কঠিন লুব্রিক্যান্ট, যা খনিজ তেল বা সিনথেটিক অয়েলের সাথে জেলি বা থিকেনিং এজেন্ট, অ্যাডিটিভস এবং ফিলার-এর সংমিশ্রণে তৈরি হয়। কতকগুলো বিশেষ ক্ষেত্রে অয়েল লুব্রিকেশনের চেয়ে মিজ লুব্রিকেশন অধিক ফলপ্রসূ।
2392. গাড়িতে ডিস্ট্রিবিউটার শ্যাফ্ট চালানো হয় কীভাবে?
ক্যামশ্যাফট দিয়ে
ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে
ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে চেইন দিয়ে
ইলেকট্রিক মোটর দিয়ে
2393. পেট্রোল ইঞ্জিনে Knock কমানো যায় কীভাবে?
বাতাস ও জ্বালানির অনুপাত পরিবর্তন করে
সংনমনের অনুপাত (Compression ratio) কমিয়ে
নির্গত (Exhaust) গ্যাসের তাপমাত্রা কমিয়ে
উপরের সবগুলোই সঠিক
ব্যাখ্যা: খারাপ দহনের ফলে অসম চাপে যন্ত্রাংশের মধ্যে ঘর্ষণে নক ও ডেটোনেশন ঘটে। নক যন্ত্রাংশের মধ্যে খটখট আওয়াজ এবং ডেটোনেশন হলে দহনজনিত আওয়াজ।
2394. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর
ব্যাখ্যা: ব্যাটারি বৈদ্যুতিক পদ্ধতির প্রাণকেন্দ্র হিসেবে পরিগণিত হয়। ব্যাটারি ছাড়া মোটরযানের ক্র্যাংকিং মটর চলতে পারে না। যখন ইঞ্জিনকে স্টার্টিং-এর জন্য ক্র্যাঙ্ক করা হয়, তখন এটা ফ্র্যাংকিং মটর ও ইগনিশন পদ্ধতির জন্য কারেন্ট সরবরাহ করে ইঞ্জিনকে চালু করে।
2395. কোন ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বেশি?
৪-স্ট্রোক
২-স্ট্রোক
৬-স্ট্রোক
সবগুলো
ব্যাখ্যা: 2-Stroke ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা 4-Stroke engine- চেয়ে বেশি কারণ 2-Stroke-এর। revolution-এ পাওয়ার পাওয়া যায় কিন্তু 4-Stroke-এর ক্ষেত্রে 2 revolution- পাওয়ার পাওয়া যায়। অর্থাৎ 2-Stroke-এর ক্ষেত্রে ২ বার ফায়ার করতে যে সময় ব্যয় হয়, এ-Stroke-এর ক্ষেত্রে সেই সময়ে মাত্র। বার ফায়ার হয়, যা 2-Stroke-এর যান্ত্রিক দক্ষতা বৃদ্ধি করে।
2396. ইগনিশন কয়েলে ওয়েন্ডিং থাকে কতটি?
একটি
দুইটি
তিনটি
কোনো ওয়েল্ডিং থাকে না
2397. চার স্টোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন কে?
জেমস্ ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
2398. মিস্টার অটো কোন সালে চার স্ট্রোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন?
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৮৬৭ সালে
১৬৮৭ সালে
2399. ক্র্যাঙ্কশ্যাফট দু'বার ঘূর্ণন করলে ক্যামশ্যাফটের আনুপাতিক ঘূর্ণন-
1:1
2:1
2:3
1:4
ব্যাখ্যা: চার স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্কশ্যাফট: প্রতি স্ট্রোক = ১৮০° ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন চার স্ট্রোক = ১৮০° × ৪ = ৭২০° ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন = ২ আবর্তন = ৭২০° [ 360° 1 rev of crankshafi ] চার স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে ক্যামশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের ৩৬০° ঘূর্ণন = ক্যামশ্যাফটের ১৮০° ঘূর্ণন .: ক্র্যাঙ্কশ্যাফটের ৭২০° ঘূর্ণন = ১৮০° × ২ = ৩৬০° ঘূর্ণন। ক্র্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন / ক্যামশ্যাফটে ঘূর্ণন = ৭২০° / ৩৬০° = ২ / ১ = ২:১ .: ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফটের ঘূর্ণন অনুপাত = ২:১