MCQ
2441. ইলেকট্রলাক্স (Electrolux) রেফ্রিজারেটরে-
অ্যামোনিয়া হাইড্রোজেনে দ্রবীভূত হয়
অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়
অ্যামোনিয়া হাইড্রোজেনে বাষ্পীভূত হয়
হাইড্রোজেন অ্যামোনিয়াতে বাষ্পীভূত হয়
2442. বাতাস থেকে কন্ডেন্সেশন (Condensation)-এর জন্য 0.0% এটির আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে?
-86.6°C
-157.7°C
-107.7°C
-95.2°C
2443. রেফ্রিজারেশন সাইকেলের সময় রেফ্রিজারেন্ট দ্বারা তাপ নির্গত হয়- হতে।
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
2444. একটি হিমায়ন চক্রের হিসায়ক কর্তৃক তাপ শোষিত হয়-
কন্ডেন্সারে
ইভাপোরেটরে
কম্প্রেসরে
থ্রোটল ভালভে
2445. রেফ্রিজারেশন সাইকেলে সাবকুলিং (Subcooling)-এর ফলে কী ঘটে?
COP বৃদ্ধি পায়
COP কমে
COP পরিবর্তন হয় না
উপরে উল্লিখিত কোনোটিই সত্য নয়
2446. ড্রাই আইস কত তাপমাত্রায় হিমায়িত হয়?
-50°C
-55°C
-79°C
-60°C
2447. কন্ডেন্সেশনের সময় কন্ডেন্সারে কী অপরিবর্তিত থাকে?
তাপ ও চাপ
চাপ
তাপ
কোনোটিই নয়
2448. রেফ্রিজারেশন সিস্টেমের COP সবসময় এক (১) এর চাইতে-
সমান
বেশি
কম
কোনোটিই নয়
2449. উচ্চ স্ফুটনাঙ্কের রেফ্রিজারেন্টসমূহ নিম্নলিখিত কোন ধরনের কম্প্রেসরে সাধারণত অধিক ব্যবহৃত হয়ে থাকে?
রেসিপ্রোকেটিং
সেন্ট্রিফিউগ্যাল
স্ক্র টাইপ
কোনোটিই নয়
2450. হিমায়ক R-134a-এর রাসায়নিক সংকেত কোনটি?
CF3CH2F
C3H8
CHCI2CF
CHCI3CF3
2451. একটি হিমায়ন চক্রের হিমায়ক কর্তৃক তাপ বর্জিত হয়-
কন্ডেন্সারে
ইভাপোরেটরে
কম্প্রেসরে
থ্রোটল ভালভে
2452. রেফ্রিজারেশন সিস্টেমে Oil separator install করা হয় কোথায়?
কম্প্রেসর-এর পূর্বে
কম্প্রেসর ও কন্ডেন্সারের মাঝামাঝি
কন্ডেন্সার ও ইভাপোরেটরের মাঝামাঝি
কন্ডেন্সার ও এক্সপানশন ভালভের মাঝামাঝি
2453. এয়ারকন্ডিশনিং-এ টেম্পারেচার ব্লেন্ড ডোর পরিচালনা করতে কোনটি ব্যবহার করা হয়?
অ্যাকচুয়েটর
সোলার সেন্সর
লিমিট কন্ট্রোল
কোনোটিই নয়
2454. একটি রেফ্রিজারেটরের COP কোনটি?
T2/T1-T2
T2-T1/T1
T1-T2/T1
T2/T2-T1
2455. ক্রোন ব্যবহারে যে পাইপ হয়, তা কীসের তৈরি?
ব্রাস
কপার
স্টিল
অ্যালুমিনিয়াম
2456. একটি ডোমেস্টিক রেফ্রিজারেটরের কুলিং ক্যাপাসিটি কত?
0.1 to 0.3 tons
3-5 tons
1- 3 tomm
2457. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
2458. R-12 এর ফ্রিজিং পয়েন্ট কোনটি?
-86.6°c
-107.7°c
-95.2°c
-157.7°c
2459. সর্বাধিক সহজ নিয়ন্ত্রক কোনটি?
হ্যান্ড এক্সপানশন ভালভ
ক্যাপিলারি টিউব
লো-সাইড ফ্লোট ভালভ
কোনোটিই নয়
2460. রেফ্রিজারেটরের কুলিং কয়েল (Cooling coil)-এ ফ্রস্ট (frost) জমা হলে --
তাপ সরবরাহ (Heat transfer) বৃদ্ধি পায়
কপ (COP) বৃদ্ধি পায়
পাওয়ার খরচ (Power consumption) বৃদ্ধি পায়
পাওয়ার খরচ (Power consumption) কমায়