Image
MCQ
744. পাখি পুকুর থেকে পানি খেতে পারে কোন কারণে?
পৃষ্ঠটান
কোহেশন
সংকোচনশীলতা
সান্দ্রতা
745. যখন একটি সরু ব্যাসবিশিষ্ট নল পানিতে ডুবানো হয়, তখন নলে তরলের ঊর্ধ্বগামী পৃষ্ঠদেশ হয়-
কনকেভ (Concave)
কনভেক্স (Convex)
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
747. পিটট টিউব ব্যবহার করা হয়--
গতি (Velocity) মাপার জন্য
প্রবাহ (Flow) মাপার জন্য
মোট চাপ (Total pressure) মাপার জন্য
কোনোটিই সত্য নয়
748. পিজোমিটার টিউব দ্বারা নির্ণীত তরলের চাপ কোনটি?
ভ্যাকুয়াম প্রেসার
পরম চাপ
গেজ প্রেসার
বায়ুমণ্ডলীয় চাপ
750. পিটট টিউবের মাথার অংশকে কী বলে?
স্ট্যাগনেশন পয়েন্ট
ভেলোসিটি পয়েন্ট
বড় পয়েন্ট
ছোট পয়েন্ট
751. একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে কী বলে?
সংকোচনশীলতা
পৃষ্ঠটান
কোহেশন
অ্যাডহেশন
753. স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠটান পানির তুলনায়-
সমান
উচ্চতর
নিম্নতর
কোনোটিই নয়
754. পিজোমিটার টিউব ক্যাবল নিম্নের কোনটি নির্ণয়ে ব্যবহৃত হয়?
লো-প্রেসার
হাইপ্রেসার
মডারেট প্রেসার
ভ্যাকুয়াম প্রেসার
759. নিচের কোন যন্ত্রটি অ্যারোপ্লেনের গতি মাপার জন্য --
ভেঞ্চুরি মিটার
পিটট টিউব
অরিফিস মিটার
রোটামিটার